ঢাকা ২৩ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
বসুন্ধরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জন বড়দিনের আনন্দে সম্প্রীতির জয়গান বড়দিনের আনন্দে সম্প্রীতির জয়গান সিএফমোটো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ ৩০০ সিসি’র স্পোর্টস বাইক সিএফমোটো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ ৩০০ সিসি’র স্পোর্টস বাইক সিএফমোটো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ ৩০০ সিসি’র স্পোর্টস বাইক ভাইব্রেন্ট এখন উত্তরায় ফ্রেইট ফরওয়ার্ডিং খাতে চ্যালেঞ্জ ও সমাধান – বাফা প্রেসিডেন্ট প্রথম আলো ও ডেইলি স্টারের মালিক প্রতিষ্ঠান ট্রান্সকম গ্রুপের ৩০ হাজার কোটি টাকা একার দখলে নিয়েছেন সিমিন রহমান বিসিকে বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

২৬ জুলাই নবোদয় পত্রিকার নির্বাহী সম্পাদক সাংবাদিক মোহাম্মদ ফিরোজ এর শুভ জন্মদিন

#

২৯ জুলাই, ২০২২,  10:04 AM

news image

২৬ শে জুলাই ২০২২ দৈনিক নবোদয় পত্রিকার নির্বাহী সম্পাদক, মোহনা টিভি ও একুশে টিভির সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ ফিরোজ এর জন্মদিন। আপনার  জন্মদিন উপলক্ষে  আমাদের  পক্ষ থেকে আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা।                                 জন্মদিন মানে বিশেষ কিছু। শুভ জন্মদিন কথাটি তার সারা বেলাকে আনন্দে ভরে দিতে পারে। জন্মদিন মানেই খুব বড় উপহার বা বড় করে উৎসব করা নয়। কারো জন্মদিন বিশেষ করার জন্য ছোট এই কথাটিই যথেষ্ট। আর জন্মদিনের শুভেচ্ছাটি যদি হয় অপ্রত্যাশিত তা হলে যার জন্মদিন তার আনন্দও বেড়ে যায় বহুগুণে।মানুষ চমকাতে ভালোবাসে। এটা মানুষের জন্মগত অভ্যাস। এমন চমক আমাদের বাস্তবতা আর প্রত্যাশার মধ্যে পার্থক্য দেখিয়ে দেয়। মানুষ জীবনে নানান ঘটনায় ইতিবাচক ও নেতিবাচক দুভাবেই চমকে যেতে পারে। ইতিবাচক চমক মানুষের প্রতি বিশ্বাস জোগায় আর নেতিবাচক চমকে মানুষের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে।জন্মদিন সব মানুষের কাছেই একটা বিশেষ দিন, প্রিয় দিন। এ দিনটি নিয়ে সবার মনেই একটা আলাদা প্রত্যাশা থাকে, স্বপ্ন থাকে। তাই বন্ধু বা কাছের মানুষটিকে চমকে দিয়ে শুধু বলতে হবে “শুভ জন্মদিন” আর তাতেই তার দিনটি খুব সহজেই রঙিন হয়ে যাবে।এই ঠাসবুনটের শহরে ‘বর্ষার গর্ভ থেকে জন্ম নেওয়া’ শুভ্র শরতের উদ্ভাসিত রূপ বোঝা কঠিনই বটে। তবে নীলচে আকাশের বুক চিরে ভেসে ওঠা তুলার মতো সাদা মেঘ আর নগর কাননে ফোটা স্নিগ্ধ শিউলি দেখে এর অস্তিত্বের আঁচ পাওয়া সম্ভব।খবর বাপসনিউজ।


তেমনি  মানুষ জন্মগ্রহণ করে পৃথীবিতে আসে শিউলি ফুলের মতোই। মানুষের অস্তিত্বের আচঁ পাওয়া  যায় তার সুন্দর ব্যবহার আর ভালোবাসাকে  ঘিরে। সুন্দর শিউলি ফুলের মতোই  শুভ্র ভালো লাগার মতো মানুষ যে কিনা আজকের এই দিনে জন্মগ্রহণ করে পৃথিবীতে এসেছেন।


 জুলাই ২৬ মোহাম্মদ ফিরোজের  জন্মদিন। চট্টগ্রাম জেলার রাংগুনিয়া উপজেলা ১১ নং চন্দ্রঘোনায় কদমতলী আর্দশ গ্রামে  হাজী সমি উদ্দিন শাহর বাড়িতে তার জন্ম।  তার ছেলেবেলা কেটেছে চন্দ্রঘোনায়। ১১ ভাই বোনের  মধ্যে সবথেকে ছোট আদরের ছেলে ” মোহাম্মদ ফিরোজ”। বাবা ছিলেন সরকারি কর্মচারী। মা গৃহিনী।  অনেক বড় এবং বংশীয় পরিবারে তার জন্ম। বাবা, মা ভাই বোনের আদরের  তিনি।


পড়াশোনা করেছেন চন্দ্রঘোনা প্রাইমারি এবং হাই স্কুলে । উচ্চ মাধ্যমিক এবং গ্র‍্যাজুয়েশন করেন চট্টগ্রামে  রাংগুনিয়া কলেজ থেকে। পড়াশোনা শেষ না করেই সরকারি চাকুরীতে যোগ দেন তিনি। বছর খানেক পরে চাকুরী  ছেড়ে তিনি পাড়ি জমান সৌদি আরবের জেদ্দা শহরে।


তার খুব ভালো লাগে সাংবাদিকতা করতে তিনি প্রথমে দৈনিক মানব জমিনে কাজ করেন এবং লেখালেখি করেন।  ভালো  কবিতা ও লিখেন তিনি। এর পর তিনি টিভি চ্যানেল এ কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। বর্তমানে তিনি “একুশে টিভি” এবং  “মোহনা” টিভির সৌদিআরব  প্রতিনিধি হিসেবে কাজ করছেন।  এছাড়াও তিনি জাতীয় পত্রিকা দৈনিক সকালের সময়ে মধ্যপ্রাচ্যের প্রতিনিধি হিসাবে আছেন।


নিজে নিউজ করা তার অনেক শখ তাই তিনি অনলাইন পত্রিকা” দৈনিক নবোদয়” নামে নিজের পত্রিকার  পোর্টাল খোলেন। এখানে তিনি নির্বাহী সম্পাদক হিসাবে দায়িত্বরত। কাজ করছেন অবিরত। ভবিষ্যতে এটি জাতীয় পত্রিকায় হিসাবে নিয়ে আসবেন বলে তিনি আশা করছেন।


 জীবন হলো পেন্সিলে আঁকা এক ছবির নাম, যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না। মানুষ তার স্বপ্নকে বুকে ধারণ করে বেড়ে ওঠে। এই স্বপ্নই তাকে বাঁচিয়ে রাখে ও তাকে অনুপ্রাণিত করে। সাফল্যের পেছনে ছুটতে ছুটতেই অনেকের জীবন পার।


 অভীষ্ট লক্ষ্য থেকেই যায় সোনার হরিণের মতো অধরা। অনেকে হতাশ হয়ে কেবল ভাগ্যকেই দোষারোপ করে যান। নিজের সঙ্গে সফল ব্যক্তিকে মিলিয়ে বারবার প্রশ্ন করেন, ‘কী এমন করেছেন তিনি, যা আমি করিনি?’


করার চেস্টায় মানুষকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যায় এবং যাবে ইনশাআল্লাহ। আজকের এই দিনে তাকে জানাই শুভেচ্ছা। জন্মদিনের অনেক অনেক  শুভেচ্ছা রইলো। আপনার  সব স্বপ্ন গুলো পূর্ণ হোক, আগামী দিনগুলো সুখে শান্তিতে ভরে উঠুক। আজকের জন্মদিন যেনো শতবার আসে আপনার  জীবনে। অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো। “শুভ জন্মদিন”।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি