হাওড়ার পস্তার ভেজাল মশলার কারখানায় ইডির হানা, মিললো লক্ষাধিক টাকার ভেজাল মশলা গ্রেফতার মালিক সহ ম্যানেজার
১৯ ডিসেম্বর, ২০২১, 3:37 AM
১৯ ডিসেম্বর, ২০২১, 3:37 AM
হাওড়ার পস্তার ভেজাল মশলার কারখানায় ইডির হানা, মিললো লক্ষাধিক টাকার ভেজাল মশলা গ্রেফতার মালিক সহ ম্যানেজার
বেশ কিছু দিন ধরে একের পর এক রিপোর্ট আসছিল যে কলকাতার বড়বাজার এলাকায় পস্তায় বেশ কিছু কারবারি মশলা পাতিতে ভেজাল মিশ্রিত করে অল্প দায়ে রান্না র মশলা বাজারে বিক্রি করছে। খবর পেয়ে ওৎ পেতে ছিল কলকাতা পুলিশের গোয়েন্দা সংস্থা ইনফ্রোজমেন্ট ডিপার্টমেন্ট। অথাৎ ইডি। আজ সকালে তারা রিতিমত হানা দেয় পশ্চিম বাংলার কলকাতা লাগোয়া হাওড়ার ডোমজুড় এলাকায় । এবং ডোমজুড়ের দেবী পাড়া ও লক্ষণ পুর থেকে প্রায়, ৩০০,কেজি, গুড়ো হলুদ রঙের মশলা ও, ৬০০,কেজি, ওজনের লঙ্কার গুড়ো মশলা উদ্ধার করে। যাতে এই মশলার কারখানায় থেকে তৈরি হওয়া নিষিদ্ধ ক্যামিকেল গুড়ো মেশানো হয়। এই ঘটনার পর আজ কলকাতার বড়বাজার এলাকায় পস্তায় থেকে সস্তায় মশলার কারবারি শ্রী রাজেশ শাহু কে গ্রেফতার করে ইডি। এবং তাকে জিজ্ঞেস করে সন্ধান পান এই ভেজাল মশলার কারখানার মালিক শ্রী সন্তোষ গুপ্ত ও তার ম্যানেজার শ্রী নরেশ কুমার কে। তাদের বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে বেআইনি খাদ্য মশলা মিশ্রিত করে সাধারণ মানুষের মধ্যে বিষ প্রয়োগ করার চেষ্টা ও ভেজাল মশলার দ্বারা সাধারণ মানুষের ক্ষতি করা ধারা রুজু করা হয়। সেই সঙ্গে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান শ্রী যুগোল কিশোর আই পি এস জানান যে কলকাতা গোয়েন্দা পুলিশ ভেজাল মশলার কারবারিদের বিরুদ্ধে কঠোর ভাবে ব্যাবস্থা নেবে ও অভিযান চালিয়ে যাবে।