স্যানক্রেড ও আস্থা প্রকল্পের যৌথ উদ্যোগে ফ্রি হেল্থ ক্যাম্প
০৯ ডিসেম্বর, ২০২১, 5:05 PM
০৯ ডিসেম্বর, ২০২১, 5:05 PM
স্যানক্রেড ও আস্থা প্রকল্পের যৌথ উদ্যোগে ফ্রি হেল্থ ক্যাম্প
তৃণমূল পর্যায়ে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদান লক্ষে স্যানক্রেড ও আস্থা প্রকল্পের যৌথ উদ্যোগে দিনব্যাপী ফ্রি হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় সদর উপজেলার আপ্তাবনগর ইউনিয়নের ধারাগাঁও গ্রামস্থ মাসতুরা মবশ্বির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হেল্থ ক্যাম্পের শুভ উদ্বোধন করেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আব্দুল মোক্তাদির। হেল্থ ক্যাম্পে বিশেষ অতিথির স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক উজ্জল চন্দ্র শীল, জেলা কৃষক লীগের প্রেসিডিয়াম সদস্য মো. তাজুল ইসলাম। হেল্থ ক্যাম্পে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদান করেন স্যানক্রেড হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ ফারজানা আলী, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মুজিবুর রহমাান। এ সময় উপস্থিত ছিলেন,স্যানক্রেড হাসপাতালে পরিচালিত কমিউনিটি প্যারামেডিক কোর্সের অধ্যক্ষ মি.পলাশ চিছাম, মাসতুরা মবশ্বির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহেরিন চৌধুরী মিশু। সহযোগিতায় ছিলেন, কমিউনিটি প্যারাম্যাডিক এনামুল হক, মুন্নী আক্তার, সাবিকুন নাহার, সেটলার রখো, হেল্থ কেয়ার ফার্মাসিটিক্যাস্ প্রতিনিধি আমজাদ হুসাইন, মো.শরিফুর রহমান, মো.সালাউদ্দীন প্রমুখ। ফ্রি হেল্থ ক্যাম্পে ১৬০ জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।