স্বাস্থ্যকর্মী সাইফুল হত্যার প্রতিবাদে সদর হাসপাতালে মানববন্ধন
৩০ ডিসেম্বর, ২০২১, 6:51 PM
৩০ ডিসেম্বর, ২০২১, 6:51 PM
স্বাস্থ্যকর্মী সাইফুল হত্যার প্রতিবাদে সদর হাসপাতালে মানববন্ধন
হবিগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) ও একজন বীর কোভিট-১৯ যোদ্ধা মো. সাইফুল ইসলামকে প্রকাশ্যে হত্যার প্রতিবাদে এবং খুনিদের দ্রæত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণে এই মানববন্ধন হয়।
স্বাস্থ্য পরিবার ও জেলা সদর হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সদর হাসপাতালের উপ-পরিচালক (তত্ত¡াবধায়ক) ডা: আনিসুর রহমান চৌধুরী, ডেপুটি সিভিল সার্জন ডা: আশরাফুল ইসলাম, হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডাঃ মো. রফিকুল ইসলাম, সহকারী পরিচালক ডা: মাহবুবুর রহমান, ডা: এনামুল হক খান, ডা: বিষ্ণু প্রসাদ চন্দ, ডা: মাহমুদুর রহমান রকি, ডা: লিপিকা দাস,ডা: জহর লাল শিপলু, ডা: কামরুল হাসান, সৈকত দাস, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) রুকন উদ্দিন মোল্লা।
ষ্টোর কিপার সুলেমান আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন হাসপাতালের ব্রাদার বুরহান উদ্দিন, সিনিয়র স্টাফ নার্স রুনা আহমেদ, জমিরুন নেছা, রুবি আক্তার প্রধান সহকারী রইছ মিয়া, ফার্মাসিষ্ট কামরুল হাসান জুয়েল, ।
মানববন্ধনে বক্তারা বলেন, করোনাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে আমরা স্বাস্থ্য কর্মীরা মানুষের সেবা দিয়ে আসছি। অথচ আমাদের সহকর্মীকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দ্রæত খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেয়ার দাবি আমাদের।
উল্লেখ্য, গত মঙ্গলবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বাস্থ্যকর্মী মো. সাইফুল ইসলাম।