সংবাদ শিরোনাম
সুরমা ইউপির ৫ নং ওয়ার্ডের মোরগ মার্কা পার্থী আলাউর রহমানের মোটরসাইকেল শো-ডাউন
১৩ নভেম্বর, ২০২১, 3:11 PM
১৩ নভেম্বর, ২০২১, 3:11 PM
সুরমা ইউপির ৫ নং ওয়ার্ডের মোরগ মার্কা পার্থী আলাউর রহমানের মোটরসাইকেল শো-ডাউন
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে মোরগ প্রতিকের মেম্বার পদপার্থী আলাউর রহমানের আজ ১৩নভেম্বর সকালে সুরমা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সকল গ্রামে মোটরসাইকেল সোডাউন দিয়েছেন।
গতকাল শুক্রবার বিকেলে নির্বাচন অফিস থেকে সকলের মার্কা দেওয়া হয়েছে। এর মধ্যে সাবেক মেম্বার আলাউর রহমান পেয়েছেন মোরগ। মার্কা পেয়ে আজ শনিবার সকালে ওয়ার্ডের সকল গ্রামে মোটরসাইকেল যোগে তার মোরগ মার্কার প্রচার করেন।
এসময় সামনে ইউপি নির্বাচনে মোরগ মার্কা পেয়ে সকলের সহযোগীতা ও দোয়া কামনা করেছেন প্রবিন এই নেতা। শোডাউনে সুরমা ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ বিভিন্ন নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত