সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সল আহমদ এর গণ সংযোগ অব্যাহত
১৯ নভেম্বর, ২০২১, 12:05 PM
১৯ নভেম্বর, ২০২১, 12:05 PM
সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সল আহমদ এর গণ সংযোগ অব্যাহত
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচনে টেবিলফ্যান প্রতীকে সর্বস্তরের জনগন মনোনিত চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সল আহমদ,তার পিতা বৃহত্তর রঙ্গারচর ইউনিয়নের ৩ বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান আব্দূন নূর এর অসমাপ্ত কাজ সমাপ্ত করতে তাকে নির্বাচিত করার জন্য আহবাণ জানিয়েছেন। তিনি বলেছেন,নিজের জায়গায় ইউনিয়ন পরিষদের অফিস স্থাপনসহ এলাকার অবকাঠামোগত উন্নয়নে অনেক কাজ শুরু করেছিলেন তার পিতা। পরবর্তীতে রঙ্গারচর ইউনিয়ন থেকে সুরমা ইউনিয়ন পর্যন্ত অনেকেই চেয়ারম্যান হয়েছেন। কিন্তু চেয়ারম্যান আব্দূন নূরের মতো সকল দলমতের মানুষের কাছে গ্রহনযোগ্য চেয়ারম্যান আর কেউই হতে পারেননি। তিনি বলেন,বৃহত্তর রঙ্গারচর ইউনিয়ন ভেঙ্গে বর্তমানে ৩টি ইউনিয়ন হয়েছে। জনপ্রতিনিধির সংখ্যা বেড়েছে। কিন্তু সে তুলনায় উন্নয়ন বাড়েনি। সুরমা ইউনিয়নে বিগত দিনে প্রকল্পের বরাদ্দ আত্মসাৎ,চাল চুরি ও ভোটারদের সাথে নির্বাচিত ব্যক্তিদের অসদাচরন ছাড়া কোন উন্নয়ন হয়নি। আমি আমার পিতার মতই জনকল্যাণে ভূমিকা রাখতে চাই। এজন্য টেবিলফ্যান প্রতীকে সকলের ভোট চাই। ১৮ নভেম্বর বৃহস্পতিবার ইব্রাহিমপুর আনন্দ বাজার,অক্ষয়নগর,মুসলিমপুর,সৈয়দপুর,বালাকান্দা বাজার ও সাহেবনগর গ্রামে পৃথক পৃথক গণ সংযোগকালে সৎ বিনয়ী ক্রীড়াব্যক্তিত্ব ও শিক্ষানুরাগী চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সল আহমদ এসব কথা বলেন। উল্লেখ্য ফয়সল আহমদের পিতা মরহুম আব্দূন নূর পাকিস্তান আমলে মেম্বারদের ভোটে প্রথমবার পরবর্তীতে জনগনের ভোটে দ্বিতীয় ও তৃতীয়বার বৃহত্তর রঙ্গারচর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন।