ঢাকা ১০ জানুয়ারি, ২০২৫
সংবাদ শিরোনাম
সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্যম মঞ্চ অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানে ১কোটি ২৪ লাখ টাকা জরিমানা: ১১টির কার্যক্রম বন্ধ এবং ১৫ টি বন্ধের নির্দেশ ড্যাপ-ফারে ক্ষতিগ্রস্ত ঢাকার দেড় লক্ষাধিক ভূমি মালিক দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজের ডিপো মালিকদের মতবিনিময় গ্রিন লাইন পরিবহনের অপেশাদার আচরণ, মধ্যরাতে ভোগান্তিতে প্রবাসী গ্রিন লাইন পরিবহনের অপেগ্রিন লাইন পরিবহনের অপেশাদার আচরণ, মধ্যরাতে ভোগান্তিতে প্রবাসীশাদার আচরণ, মধ্যরাতে ভোগান্তিতে প্রবাসী ওয়াটসঅন অ্যাওয়ার্ডস ও আইটি সার্টিফিকেশন ২০২৫ বসুন্ধরা আই হসপিটালের সহায়তায় চিকিৎসা পেলেন ব্রাহ্মণবাড়িয়ার ৬ শতাধিক মানুষ আজ তাহমিদের পঞ্চম তম জন্মদিন ২০২৫: নতুন সূর্যোদয়ের পথে বাংলাদেশ

সুরমা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলামের 'আনারস মার্কা' জনমতে এগিয়ে

#

নিজস্ব প্রতিবেদক

১৭ নভেম্বর, ২০২১,  3:23 PM

news image

  1. আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং সুরমা ইউনিয়নের জনগণ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজ সেবক মোঃ তাজুল ইসলাম তথা আনারস মার্কা জনমত জরিপে এগিয়ে রয়েছেন বলে জনভাষ্যে জানা গেছে।

সরেজমিন ঘুরে জানাযায়, মোঃ তাজুল ইসলাম ব্যাক্তি ইমেজ, পারিবারিক ইমেজ, দল ও জনগনের জন্য নিবেদিত এবং সক্রিয় ব্যক্তিত্ব হিসেবে তার বেশ পরিচিতি রয়েছে এলাকায়। যা বিজয়ী হতে সহায়ক হবে বলে অনেকের ধারনা।

আগামী ২৮ নভেম্বর ৩ নং সুরমা ইউনিয়ন পরিষদ  নির্বাচন। নির্বাচন যতই ঘনিয়ে আসছে আনারস প্রতীকের জনসমর্থন তথই বাড়ছে। হাট-বাজার, চায়ের দোকান, মাঠে-ঘাটে বেশির ভাগ মানুষ আনারস প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে আলাপ আলোচনায় মুখর হয়ে উঠেছেন।

সুরমা ইউনিয়নের বিভিন্ন স্থানে নানা শ্রেনী পেশার মানুষের সাথে কথা বললে তাদের মধ্যে শতকরা ৭০-৮০ জন মানুষ উন্নয়নের প্রতীক আনারস মার্কার প্রতি সমর্থন জানিয়েছেন।

অনুষ্ঠিতব্য আসন্ন ৩নং সুরমা ইউনিয়ন পরিষদের নির্বাচনকে ঘিরে নির্বাচনী তফসির ঘোষণার পর থেকে মোঃ তাজুল ইসলাম ছুটছেন ভোটারদের ধারে ধারে দিন-রাত গণসংযোগ, উঠান বৈঠক ও সভা-সমাবেশের মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন তিনি।

আনারস প্রতীকের কর্মী-সমর্থকদের নির্বাচনী প্রচারণায় সরাগম বিভিন্ন এলাকায়। জনগণের উচ্ছ্বাস ও ভালোবাসা এবং কর্মীদের উপচেপড়া ভিড় পাশাপাশি এলাকার সাধারন মানুষের গনজোয়ার লক্ষ করা যাচ্ছে। সুরমা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে পোস্টার- ফ্যাস্টুনে ছেয়ে গেছে। প্রতিটি মহল্লায় উঠান বৈঠকে কর্মী-সমর্থকরা মোঃ তাজুল ইসলামের উন্নয়নমূলক কর্মকান্ডগুলো তুলে ধরছেন মানুষের সামনে প্রতিনিয়ত।


চেয়ারম্যান পদপ্রার্থী তাজুল ইসলাম  বলেন, মাদকমুক্ত, নেশামুক্ত, দূর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত সমাজ গঠন করাই আমার মূল লক্ষ্য। রাজনীতি আমার নেশা-পেশা না, তাই মানুষের জন্য কাজ করতে চাই মানুষের ভালবাসা অর্জন করতে চাই। সুযোগ দিলে সারা জীবন মানুষের পাশে থেকে গণ মানুষের জন্য কাজ করব। সুরমা ইউনিয়নকে আমি একটি ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব ইন্সাল্লাহ। সরকারের রুপকল্প ২০৪১ বাস্তবায়ন করার জন্য নিরলস ভাবে কাজ করে যাব। আমি কথায় নয় কাজে বিশ্বাসী হতে চাই। আগামী ২৮ তারিখ আমাকে আপনাদের মহামূল্যেবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন ও সকলের প্রতি আমার আন্তরিক ভালবাসা রইল।


logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি