সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পদে আব্দুন নূর দুলালের বিজয়ে কানেক্ট বাংলাদেশে’র অভিনন্দন
২৯ এপ্রিল, ২০২২, 11:55 PM
২৯ এপ্রিল, ২০২২, 11:55 PM
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পদে আব্দুন নূর দুলালের বিজয়ে কানেক্ট বাংলাদেশে’র অভিনন্দন
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পদে আব্দুন নূর দুলালের বিজয়ে প্রবাসীদের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন কানেক্ট বাংলাদেশ’র নেতৃবৃন্দ। কানেক্ট বাংলাদেশের একজন কেন্দ্রীয় সমন্বয়ক ও প্রবাসবন্ধু হিসাবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পদে গণতান্ত্রিক আন্দোলনের বিনয়ী ও লড়াকু সৈনিক হিসাবে পরিচিত আব্দুন নূর দুলালের বিজয়ে কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল গর্বিত ও সাংগঠনিক ভাবে তাকে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন।
আব্দুন নূর দুলাল বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন বিশিষ্ট, বিজ্ঞ ও প্রাজ্ঞ আইনজীবী। তিনি প্রবাসীদের অধিকার আদায়ে ‘বাংলাদেশের উন্নয়ন-প্রবাসীদের অধিকার, মুক্তিযুদ্ধের বিজয়-বীর বাঙালীর অহংকার’ এই শ্লোগান নিয়ে গঠিত প্রবাসীদের বিশ্ব সংগঠন কানেক্ট বাংলাদেশের একজন কেন্দ্রীয় সমন্বয়ক। তিনি দীর্ঘদিন ধরে প্রবাসীদের অধিকার আদায়ে নিরলস সংগ্রাম করে আসছেন। আইনজীবী পেশা শুরু করার পর থেকেই তিনি দরিদ্র অসহায় গরীবদের বিনা পারিশ্রমিকে, কখনো কখনো নামমাত্র পারিশ্রমিকে সহায়তা করে আসছেন।
তাছাড়া বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের জীবনমান ও সম্পদের অধিকার সংরক্ষণে প্রতারক ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রবাসীদেরকে সহায়তা দিয়ে আসছেন। তিনি গণতন্ত্র ও শিষ্টাচারের বিকাশের একজন আদর্শ সৈনিক। সুপ্রিম কোর্ট আইনজীবি সমিতির সাধারণ নির্বাচনের পর দীর্ঘদিন ধরে সাধারণ সম্পাদক পদটির ভোট গননা নিয়ে নানা ধরণের গুন্জন শুনা গেলেও অবশেষে সাধারণ সম্পাদক হিসাবে বিজয় অর্জন করেছেন। তিনি ব্যক্তিগত জীবনে ধর্মপ্রাণ, অত্যন্ত নিরহংকারী, ভদ্র ও বিনয়ী স্বভাব বলে খ্যাত।
ব্যক্তিগতভাবে কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনালের যে সকল কেন্দ্রীয় কমিটির সমন্বয়কবৃন্দ বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হিসাবে বিজয় অর্জন করায় প্রাণ ঢালা শুভেচ্ছা, অভিবাদন ও অভিনন্দন জানিয়েছেন তারা হলেন, যুক্তরাষ্ট্র থেকে সিকদার গিয়াসউদ্দিন, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ,নওশাদ চৌধুরী , ড. আনোয়ার করিম, ড. জাফরী আল কাদরী, রায়হানুল ইসলাম চৌধুরী,, এ বি এম সালেহ উদ্দিন, মোহাম্মদ বিল্লাহ রানা, মোস্তফা জামান স্বপন।
কানাডা থেকে অভিনন্দন জানিয়েছেন মোহাম্মদ ইলিয়াছ মিয়া, আজিজুল হক ও মাদার ল্যাংগুয়েজ লাভার্স অব দি ওয়ার্ল্ড সোসাইটির প্রেসিডেন্ট ভ্যানকুবারের আমিনুল ইসলাম, সুইজারল্যান্ড থেকে কাজী আসাদুজ্জামান, সালাউদ্দিন ইরান, ইতালী থেকে আঁখি সীমা কাওসার, কাজী জাকারিয়া, মজিবর রহমান, জার্মান থেকে হাবিব বাবুল, হারুণুর রশীদ, ফজলুর রহমান, ফ্রান্স থেকে ড. মালেক ফরাজী, মনচুর চৌধুরী, হাবিবুর রহমান, রহমত সাদী, মাঈনউদ্দিন আহমেদ, বাহারউদ্দিন আহমদ, যুক্তরাজ্য থেকে ডাঃ গিয়াসউদ্দিন আহমদ, শিব্বির আহমেদ, বাবুল তালুকদার, এটম চৌধুরী মুক্তা, নূরুল আমিন, ড. সাবের শাহ, নাজিম চৌধুরী, সৈয়দ আব্দুল মাবুদ।
অষ্ট্রিয়া থেকে অভিনন্দন জানিয়েছেন বুলবুল তালুকদার, জাপান থেকে মাসুম জাকির, সিঙ্গাপুর থেকে এ কে এম মহসীন (মালহার), নিউজিল্যান্ড থেকে ডাঃ আবদুল্লাহ আল হারুন, বেলজিয়াম থেকে জাকারিয়া কাওসার সোহেল, গ্রীস থেকে ইঞ্জিনিয়ার চন্দন চৌধুরী, অষ্ট্রেলিয়া থেকে সালাউদ্দিন আহমদ, মুকতাদির আলম, ধীমান হিরক চাকমা, মধ্যপ্রাচ্য থেকে মোহাম্মদ আলী জিন্নাহ, বেলাল আহাম্মদ, সেকান্দর আহমেদ, নূর আহমদ সহ অনেকে। সকলেই আব্দুন নূর দুলালের সূস্বাস্থ্য কামনা করেন। সুস্থ ও সুন্দর নিরপেক্ষভাবে নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।