সুন্দর বনের ঝিলার জঙ্গল থেকে বাঘ টেনে নিয়ে গেল এক পৌঢ়কে
০৭ এপ্রিল, ২০২২, 12:26 PM
০৭ এপ্রিল, ২০২২, 12:26 PM
সুন্দর বনের ঝিলার জঙ্গল থেকে বাঘ টেনে নিয়ে গেল এক পৌঢ়কে
গতকাল গভীর রাতে মাছ ও কাকড়া ধরতে গিয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গোসাবা থানার লাহিড়ী পুর গ্রাম পঞ্চায়েতের গ্লাস খালি গ্রামের দুই বাসিন্দা। তারা রিতিমত কাকড়া ও মাছ ধরতে থেকে। হঠাৎ করে সুন্দর বনের ঝিলার জঙ্গল থেকে একটি বাঘ এসে পড়ে মালতী সরকার (৬৮) বছর বয়স্ক ঔ পৌঢ় মহিলার উপর। এবং নিমিষেই বাঘ ঘাড়ের পেছনের তুলে নিয়ে গিয়ে গভীর জঙ্গলে উদাও হয়ে যায়। তার সাথী যে তেলেডাঙা নিয়ে মাছ ও কাকড়া ধরতে গিয়েছিল তা নিয়ে গ্রামে ফিরে আসেন। খবর পেয়ে গভীর জঙ্গলে খোঁজ নিতে গোসাবা থানার পুলিশ ও বনকর্মীরা তল্লাশি অভিযান শুরু করে এখন পর্যন্ত মালতী সরকার কে পাওয়া যায় নি বলে যানা গেছে। এই খবর দিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দর বন ব্যাঘ্র প্রকল্প এর সহ অধিকর্তা জোনস জ্যাস্টিন। তবে তল্লাশি চালিয়ে যাচ্ছে স্হানীয় বনকর্মীরা ও পুলিশ এবং গ্লাস খালি পূর্ব পাড়ার মানুষ জন।।