সুনামগঞ্জ সদর হাসপাতালে মাসিক বিগ ক্লিনিং ডে অনুষ্ঠিত
০৯ নভেম্বর, ২০২১, 9:45 PM
০৯ নভেম্বর, ২০২১, 9:45 PM
সুনামগঞ্জ সদর হাসপাতালে মাসিক বিগ ক্লিনিং ডে অনুষ্ঠিত
২৫০ শয্যার সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে মাসিক বিগ ক্লিনিং ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় কর্তৃপক্ষের উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গণে বিগ ক্লিনিং ডে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, তত্ত¡াবধায়ক (উপ-পরিচালক) ডাঃ আনিছুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রফিকুল ইসলাম, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ বিষœু প্রসাদ, শিশু বিশেষজ্ঞ ডাঃ এনামুল হক খান, গাইনী বিশেষজ্ঞ ডাঃ লিপিকা দাস, অর্থপেডিক বিশেষজ্ঞ ডাঃ শ্যামল দাস, মেডিকেল অফিসার ডাঃ জহর লাল শিপলু, ডাঃ ইমাজেন্সী মেডিকেল অফিসার ডাঃ সৈকত দাস, সেবা তত্ত¡াবধায়ক ফাতেমা বেগম, ব্রাদার বুরহান উদ্দীন,নাসিং সুপারভাইজার নিভা রাণী সুতার, রুপালী দাস, সপ্না রাণী দাস, আমেনা বেগম, মুক্তা বেগম, রুবি আক্তার, শাহিনা বেগম, আখলিমা আক্তার, স্টাফ নার্স রুনা আহমেদ, প্রধান অফিস সহকারি রইছ মিয়া, সমিরুল ইসলাম,স্টোর কিপার সোলেমান আহমদ, মেডিকেল টেকনোলজিষ্ট একেএম জাকারিয়া, ফার্মাসিষ্ট কামরুল হাসান প্রমুখ।#