সুনামগঞ্জ সদর মডেল থানায় নবাগত ওসির যোগদান
১৩ জানুয়ারি, ২০২২, 4:05 PM
১৩ জানুয়ারি, ২০২২, 4:05 PM
সুনামগঞ্জ সদর মডেল থানায় নবাগত ওসির যোগদান
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো.ইখতিয়ার উদ্দিন চৌধুরী। আজ বৃহস্পতিবার সকালে তিনি সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। নতুন ওসি মো.ইখতিয়ার উদ্দিন চৌধুরী কে বরণের আয়োজন করে থানা স্টাফ। এতে পরিদর্শক (তদন্ত) মো. এজাজুল ইসলাম এজাজ, সেকেন্ড অফিসার প্রদিপ কুমার চক্রবর্তী থানার এসআই, মোঃ জাহাঙ্গীর আলম, কবির হোসেন, শরিফুল ইসলাম, আঃরাজ্জাক প্রামাণিক, সাইফুর রহমান, হাবিব ও এএসআইসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
গত ৮ জুলাই ২০১৯ সালে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার হিসেবে যোগদান করেছিলেন মোঃ সহিদুর রহমান। তিনি গত ১৩ ডিসেম্বর ২০২১ এই থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করার পর কুমিল্লা সার্কেলে বদলি হন। এদিকে নবাগত ওসি মো.মো.ইখতিয়ার উদ্দিন চৌধুরী সর্বশেষ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার ওসি ছিলেন।
নবাগত ওসি মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, সুনামগঞ্জ সদর মডেল থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেষ্ট থাকার পাশাপাশি সুনামগঞ্জ সদর থানাকে মাদকমুক্ত রাখতে কাজ করে যাব।