সুনামগঞ্জ বিজিবির অভিযানে ৭লক্ষ টাকার মালামাল আটক
১৬ জুলাই, ২০২২, 4:00 PM
১৬ জুলাই, ২০২২, 4:00 PM
সুনামগঞ্জ বিজিবির অভিযানে ৭লক্ষ টাকার মালামাল আটক
আশাউড়া বিওপির টহল দল ১৫ জুলাই সুনামগঞ্জ সদর উপজেলাধীন ২নং রংগারচর ইউনিয়নের দর্পগ্রাম নামক স্থান হতে ১২.৫ ঘনফুট ভারতীয় গোলকাঠ আটক করে, যার আনুমানিক মূল্য ১৫ হাজার,১২০ টাকা।
বিরেন্দ্রনগর বিওপির টহল দল একই দিন তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের কচুয়াছড়া নামক স্থান হতে ২০ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৩০,হাজার টাকা।
চিনাকান্দি বিওপির টহল দল ঐদিনই বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের শিলডোয়ার নামক স্থান হতে ২৪ বোতল ভারতীয় মদ এবং ২৪ বোতল বিয়ার আটক করে, যার মূল্য ৪২, হাজার- টাকা।
লাউরগড় বিওপির টহল দল ১৫ একই দিন তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের দশঘর নামক স্থান হতে ৪৬ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৬৯, হাজার টাকা।
লাউরগড় বিওপির টহল দল ঐদিনই তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের মোকসেদপুর নামক স্থান হতে ৭২ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ১, লক্ষ ৮, হাজার টাকা।
লাউরগড় বিওপির টহল দল ১৬ জুলাই তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী হতে ১০ ঘনফুট ভারতীয় পাথর এবং ০১টি বারকি নৌকা আটক করে, যার আনুমানিক মূল্য ৫১ হাজার,২শ টাকা।
নারায়নতলা বিওপির টহল দল একই তারিখে সুনামগঞ্জ সদর উপজেলাধীন ১নং জাহাংগীর নগর ইউনিয়নের গুচ্ছগ্রাম নামক স্থান হতে ২৩ বোতল ভারতীয় মদ এবং ৩২ বোতল বিয়ার আটক করে, যার মূল্য ৪২ হাজার,৫শ - টাকা।
বাঁশতলা বিওপির টহল দল একই দিন মেইন পিলার ১২৩০ এর নিকট শূন্য রেখা বরাবর ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নের ঝুমগাঁও নামক স্থান হতে ৬টি ভারতীয় বাছুর গরু আটক করে, যার আনুমানিক মূল্য ২ লক্ষ,১০, হাজার টাকা।
লাউরগড় বিওপির টহল দল ঐদিনই তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের সাহিদাবাদ নামক স্থান হতে ১০,০০০ কেজি ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ১, লক্ষ ৩০, হাজার টাকা।
আটককৃত ভারতীয় মদ ও বিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, কাঠ বনবিট কার্যালয় এবং কয়লা, পাথর, নৌকা ও গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছেন সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মাহবুবুর রহমান।