সুনামগঞ্জ প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ঠ নবগঠিত কমিটির আত্মপ্রকাশ
১৯ ডিসেম্বর, ২০২১, 3:17 PM
১৯ ডিসেম্বর, ২০২১, 3:17 PM
সুনামগঞ্জ প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ঠ নবগঠিত কমিটির আত্মপ্রকাশ
সুনামগঞ্জ জেলা শহরে কর্মরত মাঠে ঘাটের সক্রিয় সাংবাদিকদের নিয়ে সুনামগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। রবিবার দুপুরে শহরের রৌজ গার্ডেন্ট রেস্টুরেেেন্ট এই নবগঠিত কমিটির আত্মপ্রকাশ ঘটে।
সর্ব সম্মতিক্রমে কমিটির সদস্যরা হলেন, সভাপতি পদে মো. মাহতাব উদ্দিন তালুকদার(এসএ টিভি),সিনিয়র সহ সভাপতি অরুন চক্রবর্তী (বিজয় টিভি),সহ সভাপতি শামীম আহমদ তালুকদার,(ঢাকা প্রতিদিন),সহ সভাপতি অশোক তালুকদার,(মধুমতি টিভি),সাধারন সম্পাদক কুলেন্দু শেখর দাস তালুকদার(মোহনা টিভি,দৈনিক লাখোকণ্ঠে ও ইংলিশ পত্রিকা প্রেজেন্ট টাইমস),যুগ্ম সাধারন সম্পাদক একে মিলন আহমদ (দৈনিক মুক্ত খবর),সহ সাধারন সম্পাদক আব্দুল শহিদ(দৈনিক বিজয়ের কণ্ঠ),সহ সাধারন সম্পাদক মুহিবুর রেজা টুনু(দৈনিক আজকের বসুন্ধরা),অর্থ সম্পাদক মোঃ আফজাল হোসেন(দৈনিক আমার বার্তা),দপ্তর সম্পাদক এমরান হোসেন (আনন্দ টিভি),প্রচার সম্পাদক-মিজানুর রহমান রুমান (দৈনিক হাওরাঞ্চলের কথা),নারী সম্পাদক জাকিয়া সুলতানা(দৈনিক প্রভাত),নির্বাহী সদস্য বিপলু রঞ্জন দাস(দৈনিক ডেসটিনি),আব্দুল কদ্দুস(দৈনিক আজকের প্রভাত),আবু হানিফ(দৈনিক আমার সংবাদ), পাঠাগার বিষয়ক সম্পাদক এম তাজুল ইসলাম তারেক(দৈনিক সন্ধাবানী),সদস্যবৃন্দগণ হচ্ছেন মো. মোশাহিদ আহমদ (দৈনিক দেশ জগত),মোশারফ হোসেন লিটন(দৈনিক বিশ্ব মানচিত্র),আলী হোসেন(দৈনিক আলোর বার্তা),আব্দ্লু আলীম(দৈনিক দেশকাল),উস্তার আলী(দৈনিক বর্তমান সময়) ও মো. আব্দুল কাইয়ূম(দৈনিক প্রতিদিনের সংবাদ) মো. উজ্জল হোসেন(দৈনিক হাওর বার্তা) ও তুষার আহমদ টিপু(দৈনিক সিলেট এক্রপেস)।