সুনামগঞ্জে পল্লী বিদ্যুৎতের মেইন লাইনে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে কল শ্রমিকের মৃত্যু
০৯ নভেম্বর, ২০২১, 11:53 PM
০৯ নভেম্বর, ২০২১, 11:53 PM
সুনামগঞ্জে পল্লী বিদ্যুৎতের মেইন লাইনে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে কল শ্রমিকের মৃত্যু
সুনামগঞ্জে পল্লী বিদ্যুৎতের মেইন লাইনে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে কল শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় দোয়ারাবাজার উপজেলার মান্নারগাও ইউনিয়নের করিমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত শ্রমিকের নাম হাফিজুর রহমান (১৮)। সে কুরবাননগর ইউনিয়নের তেলিকোনা মনোহরপুর গ্রামের আকল আলীর ছেলে।
জানা যায়, সোমবার সকালে করিমপুর হতে কলের লোহার পাইপ নিয়ে কাজের জন্য বাহাদুরপুর গ্রামে যাওয়ার পথে লোহার পাইপ পল্লী বিদ্যুৎতের মেইন লাইনে লেগে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে শ্রমিকের মৃত্যু হয়েছে। পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচাজ মো.শহিদুর রহমান জানান, এ ঘটনায় ইউডি মামলা হয়েছে।#