সুনামগঞ্জের জামাইপাড়ায় হোটেল সাকিব আবাসিক থেকে অসামাজিক কার্যকলাপের দায়ে তরুন-তরুণী আটক
৩০ নভেম্বর, ২০২১, 7:58 PM
৩০ নভেম্বর, ২০২১, 7:58 PM
সুনামগঞ্জের জামাইপাড়ায় হোটেল সাকিব আবাসিক থেকে অসামাজিক কার্যকলাপের দায়ে তরুন-তরুণী আটক
সুনামগঞ্জ পৌর শহরের জামাইপাড়াস্থ হোটেল সাকিব আবাসিক ( পুরাতন নাম শামীমাবাদ) থেকে অসামাজিক কার্যকলাপের দায়ে তরুণ-তরুণীকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় সাকিব আবাসিক হোটেলে ঘটনাটি ঘটেছে। আটককৃতরা হলো, তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের বালিজুরী গ্রামের মাফিক মিয়ার ছেলে জাকারিয়া (২৫), ইয়াসমিন বেগম (২০) কে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার জন্য ম্যানেজার গৌতম রায়কে থানায় নিয়ে যাওয়া হয়। হোটেল সাকিব এর ম্যানেজার সূত্রে জানা যায়, সোমবার রাতে জাকারিয়া ও ইয়াসমিন স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে রাত্রি যাপন করেছেন। সকাল অনুমান সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিত্তে সদর মডেল থানার এস আই কানাই দাস হোটেলে এসে তাদের সর্ম্পকে খোজ খবর নেয়। পরে তাদের স্বামী-স্ত্রীর সর্ম্পক সন্দেহ হলে দুই জনকে আটক করা হয়। এ ব্যাপারে সদর মডেল থানার এস,আই কানাই দাস বলেন, মুছলেকার মাধ্যমে উভয় পক্ষের অবিভাভক এসে তাদেরকে ছাড়িয়ে নিয়ে যায়।
এ ব্যাপারে হোটেল সাকিব আবাসিক এর মালিক শিমুল বাক ইউপি-চেয়ারম্যান শাহিন আহমেদ ব্যবসার ক্ষতি হবে সংবাদটি না ছাপানোর জন্য অনুরুদ জানান।