সীমান্তে কয়লা সহ ভারতীয় মদের চালান জব্দ
২২ জুলাই, ২০২২, 6:23 PM
২২ জুলাই, ২০২২, 6:23 PM
সীমান্তে কয়লা সহ ভারতীয় মদের চালান জব্দ
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ৪১ বোতল ভারতীয় মদ, ১৫ শত কেজি কয়লা ও একটি কাঠের তৈরী বারকী নৌকা আটক করেছে, সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সুত্রে জানাগেছে, সীমান্তের টেকেরঘাট বিওপির নিয়মিত একটি টহল দল (২১ জুলাই) ১০ টা ৪৫ মিসিটের সময় সীমান্ত মেইন পিলার ১২০০ এর নিকট হতে, উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের রজনী লাইন এলাকা থেকে ৪১ বোতল ভারতীয় মদ আটক করেছে (বিজিবি) জোয়ানেরা। যার সিজার মূল্য ৬১ হাজার ,৫ শত টাকা।
অপরদিকে একইদিনে, লাউরগড় বিওপির টহল দল সীমান্ত মেইন পিলার ১২০৩ এর নিকট হতে উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী হতে ১৫ শত, কেজি ভারতীয় কয়লা সহ একটি বারকী নৌকা আটক করেছে। যার আনুমানিক সিজার মূল্য ৬৯ হাজার, ৫শত টাকা।
সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লে-কর্ণেল মো. মাহবুবুর রহমান কয়লা ও মদের চালানের আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জামা রাখার কার্যক্রম চলমান রয়েছে।