সাত সকালে পশ্চিম বাংলার মন্ত্রী ও তৃনমূল দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে সি বি আই ও ইডি হানা
২২ জুলাই, ২০২২, 5:46 PM
২২ জুলাই, ২০২২, 5:46 PM
সাত সকালে পশ্চিম বাংলার মন্ত্রী ও তৃনমূল দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে সি বি আই ও ইডি হানা
আজ সকালে পশ্চিম বাংলার তৃনমূল দলের মহাসচিব ও সাবেক পশ্চিম বাংলার শিক্ষা দপ্তরের মন্ত্রী এবং বর্তমানে পশ্চিম বাংলার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কলকাতার নাকতলা র বাড়িতে সি বি আই ও ইডি যৌথ ভাবে তল্লাশি অভিযান শুরু করে। তল্লাশি অভিযান চালানোর সময় তাদের সাথে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। একই সাথে পশ্চিম বাংলার শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী র কোচবিহারের মেখলিগন্জের বাড়িতে একই সময়ে তল্লাশি অভিযান শুরু করে। সম্প্রতি পশ্চিম বাংলার বিভিন্ন যায়গায় ইস্কুল শিক্ষা দপ্তরে ঘুষের বিনিময়ে অকৃতকার্য ছাত্র ও ছাত্রীরা চাকরি পান। এবং সেখানে কৃতকার্য ছাত্র ও ছাত্রীদের বঞ্চিত করা হয়। এই ঘটনার পর কৃতকার্য ছাত্র ও ছাত্রীরা কলকাতার হাইকোর্টের বিচারপতি অভিজিৎ ব্যানার্জী র একলাসে বিচার শুরু হয়। এবং বিচারপতি অভিজিৎ ব্যানার্জী র বেঞ্চ সি বি আই তদন্তের নির্দেশ দেন। তার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করে সি বি আই ও ইডি যৌথ উদ্যোগে তদন্ত শুরু করে দেয়। এবং সিবিআই তদন্ত চলাকালীন পশ্চিম বাংলার শিক্ষা সচিব মানিক বন্দ্যোপাধ্যায় ও সাবেক পশ্চিম বাংলার শিক্ষা মন্রী পার্থ চট্টোপাধ্যায় ও পরেশ অধিকারী কে জেরা করে। এবং এই ঘটনার পর বহু শিক্ষক ও শিক্ষিকা চাকরি হারান। এবং কৃতকার্য ছাত্র ও ছাত্রীরা চাকরি পেতে শুরু করেন। এই বেআইনি আর্থিক লেনদেন হয়েছে তার তদন্ত করে বের করতে বলেন। তার পর থেকে দফায় দফায় তদন্ত ও তল্লাশি অভিযান শুরু করে দেয় সি বি আই ও ইডি। গতকাল পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২১শে, সমাবেশ থেকে ইডি ও সি বি আই তদন্ত করতে গেলে অফিসারদের মুড়ি ও মুড়কি দিয়ে আপ্যায়ন করতে বলেন এবং মুড়ির সাথে তেল মোলে দিতে বলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বলার ২৪,ঘন্টা, কাটতে না কাটতে পশ্চিম বাংলার দুই মন্রীর বাড়িতে সাত সকলেই হানা দেয় সি বি আই ও ইডি। সিবিআই এর এস পি রাজীব মিত্র আই পি এস এবং ইডির জয়েন্ট ডিরেক্টর কালিকা প্রসাদ এই তদন্তের ভার গ্রহণ করেছে। তবে সি বি আই ও ইডি র অভিযানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে বলে উল্লেখ করেন।