ঢাকা ২৩ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
বসুন্ধরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জন বড়দিনের আনন্দে সম্প্রীতির জয়গান বড়দিনের আনন্দে সম্প্রীতির জয়গান সিএফমোটো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ ৩০০ সিসি’র স্পোর্টস বাইক সিএফমোটো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ ৩০০ সিসি’র স্পোর্টস বাইক সিএফমোটো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ ৩০০ সিসি’র স্পোর্টস বাইক ভাইব্রেন্ট এখন উত্তরায় ফ্রেইট ফরওয়ার্ডিং খাতে চ্যালেঞ্জ ও সমাধান – বাফা প্রেসিডেন্ট প্রথম আলো ও ডেইলি স্টারের মালিক প্রতিষ্ঠান ট্রান্সকম গ্রুপের ৩০ হাজার কোটি টাকা একার দখলে নিয়েছেন সিমিন রহমান বিসিকে বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

সাতক্ষীরা কালিগঞ্জের বিষ্ণুপুর ইউপি'র স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি

#

নিজস্ব প্রতিবেদক

১৪ নভেম্বর, ২০২১,  7:29 PM

news image



কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

কালিগঞ্জের বিষ্ণুপুর ইউপি'র বিএনপি নেতা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি ও বিভিন্ন স্থানে দেয়া ব্যানার পোস্টার ছিড়ে দেয়ার অভিযোগ উঠেছে । এছাড়াও তার পক্ষের কর্মীদের প্রতিনিয়ত মারপিট ও হুমকি দেওয়া হচ্ছে। এসব ঘটনায় থানা, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রতিপক্ষ নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন ও তার পোষা সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে


লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী জাহাঙ্গীর আলম।


লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ২নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সতন্ত্র  চেয়ারম্যন প্রার্থী হিসেবে আনারস প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাহাঙ্গীর আলম। মনোনয়নপত্র জমা দেয়ার পর থেকে একমাত্র প্রতিপক্ষ নৌকার প্রার্থী শেখ রিয়াজ উদ্দীনের নির্দেশে তার পোষা ক্যাডার বাহিনী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সহিংস কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায়


বিভিন্ন মামলার আসামি ও চিহ্নিত সন্ত্রাসী নীলকন্ঠপুর গ্রামের ফিরোজ হোসেন লস্কার (৪৫), আলাউদ্দীন মোড়ল (৩৬),  রবিউল ইসলাম, বন্দকাটী গ্রামের হাফিজুর রহমান ওরফে হাফি (৩৭), আরিফুল ইসলাম (৩০) সহ আরও ৩/৪জন সঙ্গবদ্ধ হয়ে ১১ নভেম্বর রাত ৮ টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে মুকুন্দপুর চৌমুহনী বাজারে নিউমার্কেটের সামনে জাহাঙ্গীর আলমের কর্মী জয়পত্রকাটি গ্রামের


আশরাফুল ইসলামকে (৩৬) অকথ্য ভাষায় গালিগালাজ, চড়, কিল, ঘুষি মারে। এসময় বলে, তুই চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের পক্ষে কাজ করলে তোকে প্রাণে মেরে তোর কলিজা হাতে নিয়ে ঘুরব। এরপর ১২ নভেম্বর রাত ৯ টার দিকে জাহাঙ্গীর আলমের বাড়িতে নির্বাচনী বৈঠক চলাকালীন  উল্লেখিত সন্ত্রাসীরা বাড়ির সামনে রাস্তার উপরে সশস্ত্র অবস্থায় মহাড়া দেয় ও বিভিন্ন হুমকি ধামকি দিতে থাকে। ১৩ নভেম্বর রাত ১০ টার দিকে চৌমুহনী বাজারে জাহাঙ্গীর আলমের দোকানের সামনে আনারস প্রতীকের পোস্টার ছিড়ে ফেলে। ১৪ নভেম্বর রবিবার  সকাল ৯ টার দিকে বন্দকাটি শফিকুল মোড়লের বাড়ির সামনে আনারস প্রতীকের ডিজিটাল ব্যানার ছিড়ে দেয় নীলকন্ঠপুর  আলাউদ্দীন মোড়লের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী। এসময় তারা আনারস প্রতীকের কর্মী বন্দকাটি গ্রামের আশরাফুল মোড়ল, শাহিন ইসলাম, মাসুদুর রহমান মাসুদকে মারপিটের হুমকি দেয়। ওই বাহিনী আনারস প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচার কাজ করতে দিবে না বলে হুমকি দেয়। এরকম পরিস্থিতিতে নির্বাচনী প্রচার কাজ দূরহ হওয়ার পাশাপাশি যে কোন মুহূর্তে এলাকায় রক্ষক্ষয়ী সংঘর্ষ ঘটবে বলে আশঙ্কা প্রকাশ করছেন জাহাঙ্গীর আলম। তিনি উল্লেখিত সন্ত্রাসীদের  বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচনী প্রচার কাজ করতে দেয়ার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


এব্যাপারে জানতে চাইলে নৌকা প্রতীকের প্রার্থী শেখ রিয়াজ উদ্দীন বলেন, ০১৭৫২২৭৪৭৩৭


কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বিষ্ণুপুর ইউপি'র স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি