সাংবাদিক পারভেজের দাদির মৃত্যু,বিভিন্ন মহলের শোক!
নিজস্ব প্রতিবেদক
১৫ নভেম্বর, ২০২১, 10:59 AM
নিজস্ব প্রতিবেদক
১৫ নভেম্বর, ২০২১, 10:59 AM
সাংবাদিক পারভেজের দাদির মৃত্যু,বিভিন্ন মহলের শোক!
আজ ভোর ৬: ৩০মিনিটে নিজবাস বভনে বসবাসরত সালেহা বেগমের মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মরহুমা সালেহা বেগম এশা মাল্টিমিডিয়া প্রতিষ্ঠাতা পরিচালক ও তানোর সাংবাদিক ক্লাবের সভাপতি সোহানুল পারভেজের দাদি।
আজ সকাল ৬: ৩০ মিনিটে তার নিজ বাসভবন যোগীশোতে সালেহা বেগমের মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক রোগে ভুগছিলেন। তাঁর দেশের বাড়ি সিলে ৩নং পাঁচন্দর ইউনিয়নের যোগীশো গ্রামের মরহুম হজরতুল্লাহ হাজির প্রথম মেয়ে সালেহা বেগম। সালেহা বেগমের তিন ছেলে ও তিন মেয়েসহ নাতি-নাতনিসহ অনেকে রয়েছে।
সালেহা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদর রহমান, তানোর সাংবাদিক ক্লাবের উপদেষ্টা ও প্রাইভেট ডিটেকটিভ পত্রিকার সম্পাদক রুহুল আমিন খন্দকার,রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতি মাখন, তানোর প্রেসক্লাবের সম্পাদক টিপু সুলতান, সিনিয়র সহ-সভাপতি ও যুগান্তরের রিপোর্টার ইমরান হোসাইনসহ পরিবার সকলেসহ সকল মিডিয়া ও অন্যান্য নেতাকর্মীরা শোক জানিয়েছেন। এক শোক বার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
তানোর সাংবাদিক ক্লাবের উপদেষ্টা ও প্রাইভেট ডিটেকটিভ পত্রিকা সম্পাদক রুহুল আমিন খন্দকার , রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান, মনিজা রহমান, শেলী জামান খান, রওশন হক, আবদুস শহীদ, রোকেয়া দীপা, রাজুব ভৌমিক, জাহিদা আলম, মনজুরুল হক প্রমুখ সহকর্মী সোহানুল হক পারভেজের দাদির মৃত্যুতে শোক জানিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।