সন্ত্রাস বিহীন পঞ্চায়েত নির্বাচনে, জয়জয়কার ভারতের জাতীয় কংগ্রেসের রাজস্থানে
২৩ ডিসেম্বর, ২০২১, 6:03 PM
২৩ ডিসেম্বর, ২০২১, 6:03 PM
সন্ত্রাস বিহীন পঞ্চায়েত নির্বাচনে, জয়জয়কার ভারতের জাতীয় কংগ্রেসের রাজস্থানে
ভারতের রাজস্থান রাজ্যের গতকালের পঞ্চায়েত নির্বাচনে বিপুল জনপ্রিয়তা অর্জন করল ভারতের জাতীয় কংগ্রেস। এই রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে পশ্চিম বাংলা ও ত্রিপুরা রাজ্য এবং ভারতের উত্তর প্রদেশের মতো সন্ত্রাস করে জিততে হয়নি। এখানে সন্ত্রাস বিহীন পঞ্চায়েত নির্বাচনে ভারতের জাতীয় কংগ্রেস মোট ৫৬৮,টি, সিটের মধ্যে পেয়েছে, ২৯2,টি। এবং বিজেপি পেয়েছে মোট, ১৬৩,টি,। এবং নিরদল, ৯৬,টি। সিপিএম, ২৫,টি। জেলা পরিষদ নির্বাচনে ভারতের জাতীয় কংগ্রেস পেয়েছে মোট, ৩২,টি, সিটের মধ্যে একা পেয়েছে , ২৫,টি, এবং বিজেপি পেয়েছে, ৩,টি। নিরদল, ৩,টি। এবং পঞ্চায়েত সমিতি র মোট, ১৭,টির, মধ্যে ভারতের জাতীয় কংগ্রেস পেয়েছে, ১৩,টি, বিজেপি পেয়েছে মোট, ২, টি এবং নিরদল প্রার্থীরা পেয়েছে, ২,টি, আসন। এই পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর রাজস্থান রাজ্যের মানুষের অভিনন্দন জানিয়েছেন রাজস্থান রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী অশোক গৌলত ও ভারতের জাতীয় কংগ্রেস নেতা শ্রী রাহুল গান্ধী ও ভারতের জাতীয় কংগ্রেস এর সভানেত্রী সোনিয়া গান্ধী।