শিবালয়ে গণ-উপদ্রব সৃষ্ঠির অভিযোগে ৮ তরুন-তরুনী আটক
০৩ ডিসেম্বর, ২০২১, 5:11 PM
০৩ ডিসেম্বর, ২০২১, 5:11 PM
শিবালয়ে গণ-উপদ্রব সৃষ্ঠির অভিযোগে ৮ তরুন-তরুনী আটক
শিবালয়ে অশ্লিল নৃত্য, মাদকসেবন ও হৈ-হুল্লোর করার অভিযোগে ৮ তরুন-তরুনীকে পুলিশ গ্রেফতার করে কোর্টে চালান দেয়া হয়েছে।
পুলিশ জানায়, স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার বাগজান গ্রামের পরিত্যাক্ত ভিটায় অনুষ্ঠানের নামে নৃত্য ও মদপাণের আসর বসায়। উচ্চশ^রে গান বাজনা চালায়। খবর পেয়ে অনুষ্ঠান আয়োজক কাউছার আমম্মেদ (৩২), সুমন মোল্লা (২০), জীবন মিয়া (২০), নাসির উদ্দিন (৩৫), সোলায়মান মিয়া (২০), ভাড়াটে নৃত্য শিল্পী পরিচয়ে সিনথিয়া আক্তার (১৮), মারিয়া ২০) ও যুথি আক্তরসহ (১৮) আট জনকে শুক্রবার কোর্টে প্রেরণ করা হয়।
শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ কবির জানান, মামলার তদন্ত চলছে।