শাশুড়ির সাথে জামাইয়ের প্রেম মান্যতা দিয়ে দুইজনকে বিয়ে দিল বিহারের ন্যায় পঞ্চায়েত!
২৩ আগস্ট, ২০২২, 9:38 PM
২৩ আগস্ট, ২০২২, 9:38 PM
শাশুড়ির সাথে জামাইয়ের প্রেম মান্যতা দিয়ে দুইজনকে বিয়ে দিল বিহারের ন্যায় পঞ্চায়েত!
ভারতের বিহারের একটি প্রত্যন্ত গ্রামে একটি পরিবারের একটি মেয়ে কে বিয়ে দেন তার পিতা। তার পর তার মেয়ে ললিতা ও নিজের স্ত্রী আশা দেবী কে রেখে কাজের খোঁজ করতে চলে যান দিল্লি তে। ইতিমধ্যে জামাই সুরজের শারীরিক অবস্থা খারাপ হলে শাশুড়ি জামাই কে দেখতে মেয়ে ললিতার বাড়িতে যায়। এবং দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার সময় নিজের শাশুড়ি সাথে প্রেমের সম্পর্ক স্থাপন হয়ে যায়। অবশেষে শাশুড়ি আশা দেবী ও জামাই সুরজ দুইজন স্হানীয় কোর্ট এ গিয়ে রেজিস্ট্রেশন বিবাহ করেন। এবং নিজের শাশুড়ি কে বৌ হিসাবে বাড়িতে নিয়ে আসতে, মেয়ে ললিতা মাকে ও স্বামী কে দেখে অজ্ঞান হয়ে যায়। বিষয়টি পঞ্চায়েত পযন্ত গোড়ায়। অবশেষে নিজের স্ত্রীর এই পরিনতি দেখে গ্রামে পঞ্চায়েত বসায়। পঞ্চায়েত শাশুড়ি ও জামাইয়ের বিয়ে দিয়ে দেয় এবং শাশুড়ি ও জামাইয়ের বিয়ে টি ন্যায় পঞ্চায়েত মান্যতা দিয়ে দেয়। অবশেষে নিজের মেয়েকে নিয়ে দিল্লি তে চলে যান বাবা।