শহরের আপ্তাবনগরে বোনের শরীরে গরম পানি ঢেলে হত্যার চেষ্টা থানায় অভিযোগ
২০ নভেম্বর, ২০২১, 11:03 PM
২০ নভেম্বর, ২০২১, 11:03 PM
শহরের আপ্তাবনগরে বোনের শরীরে গরম পানি ঢেলে হত্যার চেষ্টা থানায় অভিযোগ
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাবনগর আবাসিক এলাকায় আপন বড় ভাই কর্তৃক পিতার বসত বাড়ি থেকে বোনকে স্থায়ীভাবে উচ্ছেদ করার পর বোনের শরীরে গরম পানি ঢেলে হত্যার চেষ্টা,সদর মডেল থানায় অসহায় বোনের লিখিত একাদিক অভিযোগ করা হয়েছে। ১৬ নভেম্বর (মঙ্গলবার) ময়নার পয়েন্ট আবাসিক এলাকার আব্দুল মন্নান কলোনীতে ঘটনাটি ঘটেছে। আহত মহিলার নাম মোছাঃ শাহেরা বেগম (৪৫)। সে আপ্তাবনগর আবাসিক এলাকার দিনমজুর মশাল মিয়ার সহধর্মীনি। গুরুত্বর আহত অবস্থায় তাকে সদর হাসপাতালের মহিলা সার্জারী বিভাগে ভর্তি করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, পূব বিরোধের জের ধরে ঘটনার দিন সকালে ময়নার পয়েন্টস্থিত আব্দুল মন্নান কলোনীতে বড় ভাই শাহী মিয়া এসে দেখেন শাহেরা বেগম ভাত রান্না করছেন। শাহী মিয়া বোন শাহেরা বেগমকে অকথ্য ভাষায় গালাগালি করে গরম ভাতের ডেগ ছোলা থেকে উঠিয়ে শাহেরা বেগমের শরীরে ঢেলে দেয়। মূর্হুতেই শরীরের বিভিন্ন স্থানে জলসে যায়। দ্বিতীয় তলা থেকে শাহেরা বেগম আমারে পুড়ি লাইল রে চিৎকার করলে শাহ মিয়া দ্রæত পালিয়ে যায়। আহত শাহেরা বেগম বলেন, গত ১৩/৯/২০২১ইং তারিখে আমার ভাই শাহী মিয়া আমার বাবার বসত বাড়ি থেকে আমার বসতঘর ভাড়াটিয়া মাস্তান দিয়ে ভেঙ্গেঁ গুড়িয়ে দিয়ে আমার স্বামী সন্তানদের খুপিয়ে রক্তাক্ত জখম করেছে। গত ১৫/১০/২০২১ ইং তারিখে আমি ঘরের ভাঙ্গা মালামাল আনার জন্য বাড়িতে গেলে শাহী মিয়া তার স্ত্রী সন্তান মিলে শুকনো মরিচের গুড়া গুলে আমার শরীরে ঢেলে দেয়।
গত ১৬/১১/২০২১ইং তারিখে শাহী মিয়া আমার ভাড়াটিয়া বাসায় এসে ভাতের গরম পানি ঢেলে আমাকে হত্যা করার চেষ্টা করে। এ বিষয়ে শাহী মিয়া বলেন, ঘটনার বিষয়ে আমি কিছুই জানি না।
এ ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনর্চাজ মো. শহিদুর রহমান বলেন, পূর্বের ঘটনায় একটি মামলা এফআইআর করে আদালতে পাঠিয়েছি। বর্তমান ঘটনায় অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইগত ব্যবস্থা নেওয়া হবে।