শওকাত মোল্লার ঘনিষ্ঠ মগরাহাট পশ্চিমের উত্তর কুসুম অঞ্চল তৃনমূল দলের সভাপতির উপর হামলাকারীরা এখনো অধরা
২০ ডিসেম্বর, ২০২১, 7:07 PM
২০ ডিসেম্বর, ২০২১, 7:07 PM
শওকাত মোল্লার ঘনিষ্ঠ মগরাহাট পশ্চিমের উত্তর কুসুম অঞ্চল তৃনমূল দলের সভাপতির উপর হামলাকারীরা এখনো অধরা
পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উত্তর কুসুম অঞ্চল যুব তৃনমূল দলের সভাপতি জনাব সুজাউদ্দিন গাজীর উপর হামলা কারী অপরাধীরা ধরা পড়েনি, ঘটনার, ৪৮,ঘন্টার, পরও। গুলিবিদ্ধ মগরাহাট পশ্চিমের উত্তর কুসুম অঞ্চল যুব সভাপতি জনাব সুজাউদ্দিন গাজী বর্তমানে কলকাতার পি জি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তাকে আশঙ্কা জনক অবস্থায় ভর্তি করা হয়েছে আই সি ইউ তে। শেষ খবর পাওয়া পযন্ত জানা গেছে আই সি ইউ থেকে তাকে নিয়ে যাওয়া হয় আই সি সি তে। এই ঘটনার পর এখনো পর্যন্ত কেউ গ্রেফতার না হাওয়াতে মগরাহাট পশ্চিমের উত্তর কুসুম অঞ্চল ক্ষোভে ফুসছে স্হানীয় সাধারণ মানুষ। এবং যে কোন পরিস্তিতিতে যে কোন ঘটনার ঘটে যেতে পারে বলে মনে করছেন উত্তর কুসুম অঞ্চল মানুষ। তবে এই আক্রমণের আগে উত্তর কুসুম অঞ্চল যুব সভাপতি জনাব সুজাউদ্দিন গাজী কে মারার হুমকি দিয়েছিল মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের নেতা ও পশ্চিম বাংলার সাবেক মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী এবং বর্তমানে মগরাহাট পশ্চিমের বিধায়ক জনাব গিয়াসউদ্দিন মোল্লা। কারণ কিছু দিন আগে মগরাহাট পশ্চিমের উত্তর কুসুম অঞ্চল প্রধান ও যুব তৃনমূল দলের নেতা জনাব কুতুবউদ্দিন লস্কর কে পঞ্চায়েতের প্রধান পদ থেকে ফেলার জন্য বলা হয়েছিল যুব তৃনমূল দলের নেতা জনাব সুজাউদ্দিন গাজী কে তিনি তা শোনেননি। তার পর তাকে মারার জন্য হুমকি দেওয়া হয় বলে জানিয়েছেন মগরাহাট পশ্চিমের যুব তৃনমূল দলের সভাপতি জনাব ইমরান মোল্লা। কারণ হিসেবে দেখা যায় মগরাহাট পশ্চিমের বিধায়ক জনাব গিয়াসউদ্দিন মোল্লা র সাথে এদের বনিবনা না হওয়াতে এদের রাজনৈতিক ভাবে শেষ করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যান। কিন্তু এরা প্রত্যেকেই পশ্চিম বাংলার তৃনমূল দলের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক ব্যানার্জী এম পি ও সুন্দর বন দপ্তরের চেয়ারম্যান ও পশ্চিম বাংলার বিধায়ক জনাব শওকাত মোল্লার ঘনিষ্ঠ হওয়ার কারণে সহজেই কিছু করতে পারেনি। তাই তিনি ইদানীং বিজেপি ও আই এস এফ এবং ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও কর্মীদের দলের মধ্যে প্রবেশ করিয়ে পুরাতন তৃনমূল দলের নেতা ও কর্মীদের সরাতে চাইছিলেন। এর প্রতিবাদে মগরাহাট পশ্চিমের যুব তৃনমূল দলের সভাপতি জনাব ইমরান মোল্লার সাথে সম্পর্ক খারাপ হয়ে যায়। যার পরিচিতিতে আজ মগরাহাট পশ্চিমের যুব তৃনমূল দলের উত্তর কুসুম অঞ্চল সভাপতি র হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়। তবে এখনো পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ডহারবার জেলা পুলিশ ও মগরাহাট পশ্চিমের উস্হি থানার পুলিশ দুস্কৃতিকারীদের ধরতে পারে নি। এই ঘটনার প্রতিবাদে আগমী কাল থেকে মগরাহাট পশ্চিমের যুব তৃনমূল দলের নেতা ও সভাপতি জনাব ইমরান মোল্লা রাস্তায় নামতে চলেছে। ভবিষ্যতে কি পরিস্তিতি দাড়ায় সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে।