লোডশেডিংয়ের প্রতিবাদ করতে গিয়ে ২ যুবক আটক
০৯ এপ্রিল, ২০২২, 10:17 PM
০৯ এপ্রিল, ২০২২, 10:17 PM
লোডশেডিংয়ের প্রতিবাদ করতে গিয়ে ২ যুবক আটক
রাজশাহীর তানোরে রোজার শুরুতে পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং শুরু হয়েছে। এর প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দেবীপুর মোড়ে পল্লী বিদ্যুৎ অফিস কৃষক জনতা ও যুবক সমাজ ঘেরাও করেন।
এ সময় পুলিশ খবর পেয়ে ৬ মোটরসাইকেল ও দুই যুবককে আটক করে থানায় বন্দি করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানাতে পারেননি কেউ।
খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি রোজার শুরুতে তানোর পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং শুরু হয়। ফলে বোরোর জমিতে সেচ সংকটে বিপাকে পড়েন কৃষক জনতা। এ ছাড়া বিভিন্ন ব্যবসায়ীকে মহাবিড়ম্বনায় পড়তে হয়। এতে অতিষ্ঠ হয়ে ২৪ ঘণ্টা নিরবছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে অফিস ঘেরাও করে বিপুলসংখ্যক জনতা। এ সময় তানোর পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মো. জহুরুল ইসলামের ফোন পেয়ে থানাপুলিশ ঘটনাস্থলে হানা দিয়ে দুজন কৃষক ও ৬ মোটরসাইকেল আটক করে।
এ বিষয়ে তানোর পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মো. জহুরুল ইসলাম বলেন, উপজেলার কলমা ইউপির বিল্লি ও দিব্যস্থল এলাকার লোকজন ৬-৭টা মোটরসাইকেলে ১৫ জন ব্যক্তি অফিসে আসে। এসেই তারা মারমুখী আচরণ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। পরে থানা পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে ৬টি মোটরসাইকেল ও দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। ঊর্ধ্বতন কর্মকর্তার পরামর্শক্রমে মামলার জন্য থানায় অভিযোগ দেওয়া হবে।
এ বিষয়ে তানোর থানার ওসি কামরুজ্জামান মিঞা বলেন, পল্লী বিদ্যুতের লোডশেডিং অভিযোগ করতে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে। ফলে ঘটনাস্থল থেকে ছয়টি মোটরসাইকেল ও দুই ব্যক্তিকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের নাম পেতে পারেন বলে এড়িয়ে গিয়ে মোবাইল সংযোগ বিছিন্ন করেন ওসি।