রেশনিং এ আমরা চুরি করিনা করে সরকার গুরুতর অভিযোগ পশ্চিম বাংলার এম আর ডিলারদের।
২৫ মে, ২০২২, 7:15 PM
২৫ মে, ২০২২, 7:15 PM
রেশনিং এ আমরা চুরি করিনা করে সরকার গুরুতর অভিযোগ পশ্চিম বাংলার এম আর ডিলারদের।
রেশনিং ডিলারদের অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে বনগাঁ মহকুমার ফুড অধিকারী কে ডেপুটেশন দিতে গিয়ে পশ্চিম বাংলা সরকারের রেশনিং নিয়ে অভিযোগ করেন এম আর ডিলারদের অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী দিলীপ রায় চৌধুরী। তিনি বলেন যে আগে রেশনিং ডিলারদের মাধ্যমে চুরি হত। আর সেই চুরি র ভাগ চলে যেত পশ্চিম বাংলার রেশনিং অফিসারদের কাছে। এখন তার উল্টো হচ্ছে যে পশ্চিম বাংলার সরকারের রেশনিং ব্যাবস্থা দুয়ারে সরকারের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। যাদের বায়মাট্রিক সিস্টেম নেই সেই সমস্ত মানুষের রেশনিং মালপত্র সরকারের ঘরে চলে যাচ্ছে। আর বঞ্চিত হচ্ছেন সাধারণ গরীব মানুষ। এই দুয়ারে সরকারের রেশনিং মালপত্র নিয়ে কড়া সমালোচনা করেন বনগাঁ মহকুমার বিজেপি নেতা দেবদাস মন্ডল, তিনি বলেন বর্তমান সরকার রেশনিং মালপত্র নিয়ে সাধারণ মানুষের বঞ্চিত করে সরকার কর্তৃক পরিচালিত নানা রকম তৃনমূল দলের নেতা ও কর্মীদের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। বঞ্চিত করা হয়েছে সাধারণ গরীব লোকদের। এই সরকার চুরি করছে সাধারণ মানুষের রেশনিং মালপত্র। এই সরকার চোরের সরকার। এই প্রসঙ্গে পাল্টা আক্রমণ করেন বনগাঁ মহকুমার তৃনমূল দলের নেতা সন্দীপ দেবনাথ বলেন বর্তমান সরকার দুয়ারে সরকারের মাধ্যমে রেশনিং মালপত্র সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ফলে এম আর ডিলাররা সাধারণ মানুষের রেশনিং মালপত্র মারতে না পারার ফলে সরকারের বিরুদ্ধে অভিযোগ করছে। সরকার সাধারণ মানুষের রেশনিং মালপত্র নিয়ে গিয়ে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে। তাই রেশনিং মালপত্র মারতে না পারার জন্য ভুল ভাল অভিযোগ করছে এম আর রেশনিং ডিলারদের অ্যাসোসিয়েশন মানুষ তার উত্তর দেবে।।