রামপুরহাট গনহত্যার মামলার বি জে পি র দায়ের করা অভিযোগ গ্রহণ করলেন কলকাতা হাইকোর্ট
২২ মার্চ, ২০২২, 5:32 PM
২২ মার্চ, ২০২২, 5:32 PM
রামপুরহাট গনহত্যার মামলার বি জে পি র দায়ের করা অভিযোগ গ্রহণ করলেন কলকাতা হাইকোর্ট
গতকাল ভোর রাতে বীরভূম জেলার রামপুরহাটের বগটুই গ্রামে খুন হয়ে যায় তৃনমূল দলের উপপ্রধান ভাদু সেখ। সেই খুনের ঘটনা কে কেন্দ্র করে অগ্নিসংযোগ করা হয় পুরো বগটুই গ্রামে। যার ফলে জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মারা যান প্রায় দশজন মানুষ। এই ঘটনা কে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা পশ্চিম বাংলা। এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রাস্তায় নেমেছে ভারতের জাতীয় কংগ্রেস সহ বামফ্রন্ট এবং বিজেপি নেতা ও কর্মীরা। আজ পশ্চিম বাংলার প্রধান বিরোধী দল বিজেপি র লীগ্যাল সেল এর পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শ্রী প্রকাশ শ্রীবাস্তব এর ডিভিশন বেঞ্চ এ একটি রিট আবেদন জমা দিয়েছেন রামপুরহাট গনহত্যার মামলা দায়ের করার জন্য। আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শ্রী প্রকাশ শ্রী বাস্তব এর ডিভিশন বেঞ্চ তা গ্রহণ করেছে। এবং পুরো ঘটনা কে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শ্রী প্রকাশ শ্রী বাস্তব এর ডিভিশন বেঞ্চ এ আনার জন্য বলা হয়েছে। এই ঘটনার পর বীরভূম জেলার তৃনমূল দলের সভাপতি শ্রী অনুব্রত মন্ডল বলেন যে শর্ট সার্কিটের ফলে অগ্নিসংযোগ হয়ে পুরো পাড়াটা জ্বলে উঠে তাতেই মৃত্যু হয় তৃনমূল দলের উপপ্রধান ভাদু সেখের। অনুব্রত মন্ডল জানান যে টিভি বাস্ট হয়ে এই ঘটনা ঘটেছে বলে মনে করেন। তবে তার দাবি মানতে নারাজ পশ্চিম বাংলার বিরোধী দলের নেতা ও কর্মীরা। এই ঘটনার বিচারবিভাগীয় তদন্তের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করছে। বগটুই গ্রামে বর্তমানে বীরভূম জেলা পুলিশের দ্বারা ঘিরে ফেলে হয়েছে। আহত মানুষের নিয়ে যাওয়া হয়েছে বীরভূম জেলা হাসপাতালে।