রামপুরহাটের বগটইয়ের ও ভাদু সেখ গনহত্যার একসাথে তদন্ত করবে সি বি আই, জানাল হাইকোর্ট
০৮ এপ্রিল, ২০২২, 7:56 PM
০৮ এপ্রিল, ২০২২, 7:56 PM
রামপুরহাটের বগটইয়ের ও ভাদু সেখ গনহত্যার একসাথে তদন্ত করবে সি বি আই, জানাল হাইকোর্ট
আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি র ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দেয় যে পশ্চিম বাংলার বীরভূম জেলার বগটই গনহত্যার সাথে বড়শাল গ্রামের উপপ্রধান ভাদু সেখ গনহত্যার তদন্ত একসাথে করবে সি বি আই করবে বলে সাফ জানিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি র ডিভিশন বেঞ্চ। এদিন রামপুরহাট গনহত্যার তদন্ত সাথে ভাদু সেখ কে পুড়িয়ে হত্যার তদন্ত চেয়ে একটি রিট পিটিশন জমা দেন কলকাতা হাইকোর্টের আইনজীবী শ্রী কৌস্তব বাগচী। তার শুনানি তে ভাগ নেন সি বি আই এর আইনজীবীরা। তখন প্রধান বিচারপতি বলেন সি বি আই এর আইনজীবীদের আপনাদের বীরভূমের রামপুরহাটের বগটইয়ের গনহত্যার তদন্ত সাথে সাথে ভাদু সেখ গনহত্যার তদন্ত একসাথে করতে পারবেন কি না। তখন সি বি আই এর একজন আইনজীবী ইচ্ছা প্রকাশ করেন তখন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি র ডিভিশন বেঞ্চ নিদের্শ দেন যে বগটইয়ের গনহত্যার তদন্ত সাথে ভাদু সেখ হত্যার তদন্ত একসাথে হবে এবং সি বি আই তা করবে।