রাণীশংকৈলের ২নং নেকমরদ ইউনিয়ন পরিষদের বিনম্র শ্রদ্ধায় জাতির পিতাকে স্মরণ
আক্তারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁওঃ
১৬ আগস্ট, ২০২২, 12:34 PM
আক্তারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁওঃ
১৬ আগস্ট, ২০২২, 12:34 PM
রাণীশংকৈলের ২নং নেকমরদ ইউনিয়ন পরিষদের বিনম্র শ্রদ্ধায় জাতির পিতাকে স্মরণ
গভীর শোক আর শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেছে ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলার ২নং নেকমরদ ইউনিয়নবাসী।
সোমবার সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে নেকমরদ চৌরাস্তা অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ।
এখানে ফুল দিয়ে বঙ্গবন্ধুনকে বিনম্র শ্রদ্ধা জানায়, নেকমরদ ইউনিয়ন আওয়ামী লীগ, নেকমরদ ইউনিয়ন পরিষদের কর্মকর্তা,কর্মচারী,
নেকমরদ ইউনিয়ন যুবলীগ, নেকমরদ ইউনিয়ন কৃষক লীগ, নেকমরদ বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগ, নেকমরদ ইউনিয়ন ছাত্র লীগ, নেকমরদ আলিমউদ্দীন সরকারি উচ্চ বিদ্যালয়,নেকমরদ বালিকা উচ্চ বিদ্যালয়,নেকমরদ আইডিয়াল স্কুল এ্ড কলেজসহ,বিভিন্ন সরকারি,বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এছাড়াও বিভিন সামাজিক ও সাংস্কৃতি সংগঠনসহ সর্বস্তরের মানুষ সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে, নেকমরদ চৌরাস্তা থেকে শোক র্যালী বের করেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
দিবসটি উপলক্ষে নেকমরদ স্বাধীনতা চত্বরে ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে দিনভার মাইকে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানো হয়। এছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন সংগঠণের পক্ষ থেকে বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
২নং নেকমরদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আলহাজ্ব মোঃ আবুল হোসেন বলেন, আজকের দিনের মধ্য দিয়ে নতুন প্রজন্ম জানতে পারবে দেশের জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান। আর বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে তারাও যেন দেশকে ভালোবাসে। দেশের বিরুদ্ধে ও দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে যারা মিথ্যাচার করবে তাদেরকে শক্ত হাতে দমন করার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান।
বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ও ১৫ই আগষ্টের সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।