রাজ্যের কোথায় খামতি আছে তা জানতে আগামী ৩ই ফেব্রুয়ারি প্রশাসনিক বৈঠক ডাকলেন কলকাতা ইন্ডোরে
২৮ জানুয়ারি, ২০২২, 4:39 PM
২৮ জানুয়ারি, ২০২২, 4:39 PM
রাজ্যের কোথায় খামতি আছে তা জানতে আগামী ৩ই ফেব্রুয়ারি প্রশাসনিক বৈঠক ডাকলেন কলকাতা ইন্ডোরে
পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামী ৩,ই, ফেব্রুয়ারি দুপুর দুটোয় কলকাতার ইন্দোরে প্রশাসনিক বৈঠকের ডাক দিয়েছেন। এই বৈঠকে সব জেলার ডি এম ও এস পি এবং পশ্চিম বাংলা সরকারের সব বিভাগের সচিব ও উপ সচিবদের হাজির থাকার জন্য জানানো হয়েছে! এই বৈঠকে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানতে চাইবেন কোন কোন জেলায় কি কাজ এখনো হয়ে উঠে নি এবং কেন তা হয়নি। প্রতিটি জেলা ধরে তা জানতে চাইবেন। সেই জন্য পশ্চিম বাংলা সরকারের সব বিভাগের প্রধান সচিব ও সহ সচিব সহ জেলা প্রশাসক ও জেলার পুলিশ সুপারদের হাজির থাকতে হবে। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন না কোন কাজে খামতি থাকুক। এবং কাজ কোন ভাবে দাড়িয়ে না পড়ে। যে দপ্তরের কাজে খামতি দেখা দেবে তাকে তার জন্য কৈফিয়ত তলব করা হবে। তার কাছে জানতে চাইবেন কেন কাজটি হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন পশ্চিম বাংলার উন্নয়নের কাজ কোন ভাবে যেন মাঝ পথে বন্ধ না হয়ে যায়।কাজের গতি আনতে তার এই বৈঠক বলে মনে করা হয়েছে।