রাজারহাট থানার নিখোঁজ পুলিশ অফিসারের দেহ দেড় মাস বাদে খোঁজ পেল বেওয়ারিশ লাশের মধ্যে
২৭ নভেম্বর, ২০২১, 4:53 PM
২৭ নভেম্বর, ২০২১, 4:53 PM
রাজারহাট থানার নিখোঁজ পুলিশ অফিসারের দেহ দেড় মাস বাদে খোঁজ পেল বেওয়ারিশ লাশের মধ্যে
গত, ১১,ই, অক্টোবর দুর্গা পূজার ষষ্ঠীর দিন বাড়ি থেকে বেরিয়ে ছিল কলকাতার রাজারহাট থানার পুলিশ অফিসার শ্রী পাথ চৌধুরী। কিন্তু তার তিন দিন পর হাওড়ার বালির রেলওয়ে জংশনের কিছুটা দূরে পাওয়া যায় তার বেওয়ারিশ লাশ। কোন তথ্য প্রমাণ পাওয়া না পাওয়াতে ঐ লাশ উদ্ধার করে হাওড়ার পুলিশ মারগে পাঠানো হয় । তার পর পাথ চৌধুরী র বাড়ির লোক খোঁজ খবর করতে থাকেন এবং বিভিন্ন যায়গায় ছবি দিয়ে নিখোঁজ বিজ্ঞাপন দেন। কিন্তু তখনই পাওয়া যায় নি। পাথ চৌধুরী বাড়ি হাওড়া খামার পাড়ার পুলিশ কোটারে। ওখানে পরিবারের সাথে থাকতেন । চাকরি করতেন রাজারহাট থানায়। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর গতকাল এই পাথ চৌধুরী লাশ উদ্ধার করে বেওয়ারিশ লাশের মধ্যে থেকে । পুলিশ ঘটনার তদন্ত করছে। এবং পুলিশ ইতিমধ্যেই বেলুড় থানাতে গোটা বিষয়টি জানিয়েছেন।