যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার কলাম্বিয়ায় শপিংমলে বন্দুকধারীর গুলিতে আহত ১২
২২ এপ্রিল, ২০২২, 11:13 AM
২২ এপ্রিল, ২০২২, 11:13 AM
যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার কলাম্বিয়ায় শপিংমলে বন্দুকধারীর গুলিতে আহত ১২
সাউথ ক্যারোলাইনার কলাম্বিয়ায় একটি শপিংমলে বন্দুকধারীর গুলিতে অন্তত ১২ জন আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ২টার দিকে সাউথ ক্যারোলাইনার কলাম্বিয়ায় এ ঘটনা ঘটে ।ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, হঠাৎই শপিংমলের ভেতর এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে এক বন্দুকধারী। সেসময় গুলিবিদ্ধ হয় ১০ জন। তাদের বয়স ১৫ থেকে ৭৩ বছরের মধ্যে। হুড়োহুড়িতে পায়ের নিচে চাপা পড়ে আহত হয় আরো দুজন। খবর পেয়ে তিনজনকে আটক করেছে পুলিশ। শপিংমলে তাদেরকে অস্ত্রসহ দেখা গিয়েছিলো। গোলাগুলির ঘটনায় মোট কতোজন জড়িত ছিলো নিশ্চিত নয়। ঘটনাস্থলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখনো হামলার উদ্দেশ্য জানা যায়নি।পুলিশের ধারণা, আটককৃতদের ব্যক্তিগত সংঘাত থেকেই সহিংসতার সূত্রপাত। নিজেদের মধ্যে সহিংসতার এক পর্যায়ে সাধারণ মানুষের ওপর গুলি চালায় তারা।