যশোর জেলা বিএনপি'র দুই নেতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন যশোর জেলা প্রতিনিধিঃ
১৮ জুলাই, ২০২২, 3:00 PM
মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন যশোর জেলা প্রতিনিধিঃ
১৮ জুলাই, ২০২২, 3:00 PM
যশোর জেলা বিএনপি'র দুই নেতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
যশোর সদর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ নুর-উন-নবী ও চূড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং চেয়ারম্যান আব্দুস সাত্তারের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সদর উপজেলা বিএনপির আয়োজনে বাদ আছর জেলা বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পূর্বক সংক্ষিপ্ত বক্তৃতায় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, অতি অল্প সময়ের মধ্যে তিন তিনজন সহকর্মীকে হারিয়ে আমরা সবাই বাকরুদ্ধ। তাদের চলে যাওয়া পরিবার কিংবা,স্বজনদের জন্য যতটা বেদনায়ক,আমাদের জন্যও ততটাই বেদনায়ক। কারণ আমরা যারা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত সবাই একটি পরিবারের ন্যায় আবদ্ধ। তাদের চলে যাওয়া টা সর্বোপরি দলের জন্য অপূরনীয় ক্ষতি। তিনি তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত স্বজনদের প্রতি সমাবেদনা জানান। পরে তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির নেতা অধ্যাপক নার্গিস বেগম,সদস্য সচিব অ্যাড.সৈয়দ সাবেরুল হক সাবু, দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, আব্দুস সবুর মন্ডল,আব্দুস সালাম আজাদ, এ কে শরফুদ্দৌলা ছোটলু মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু,অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, কাজী আজম,নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন,কেশবপুর পৌর বিএনপির আব্দুস সামাদ বিশ্বাস, শার্শা উপজেলা বিএনপির আহবায়ক খায়রুজ্জামান মধু, যুগ্ম-আহবায়ক আবুল হাসান জহির প্রমুখ।