যশোরে যুবলীগের বর্ধিত সভায় এসে ৫ যুবক ছুরিকাহত
মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন যশোর জেলা প্রতিনিধিঃ
০১ ডিসেম্বর, ২০২১, 6:32 PM
মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন যশোর জেলা প্রতিনিধিঃ
০১ ডিসেম্বর, ২০২১, 6:32 PM
যশোরে যুবলীগের বর্ধিত সভায় এসে ৫ যুবক ছুরিকাহত
যশোরে যুবলীগের বর্ধিত সভায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পাঁচজন জখম হয়েছেন। আহতরা হলেন, শহরের মুড়লী এলাকার শফিয়ার রহমান শফির ছেলে রাব্বি (২০) আরএন রোড এলাকার হ্যাপী (৩০)শহরতলী বিরামপুর এলাকার রবিউল ইসলামের ছেলে খাইরুল ইসলাম (১৮), সদর চুড়ামনকাটি এলাকার শফিকুল ইসলামের ছেলে আকিবুর (১৮) ও রুপদিয়া এলাকার হবিবর রহমানের ছেলে শামীম হোসেন (৩০)। গুরুতর অবস্থায় তাদের যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা জানান, বুধবার তারা সকলে যশোর জেলা যুবলীগের বর্ধিত সভায় যোগ দিনে স্থানীয় নেতাদের সাথে শহরে এসেছেন। দুপুর দেড় টার দিকে সার্কিট হাউজ থেকে কেন্দ্রীয় নেতাদের গাড়ির সাথে তারা চিত্র মোড়স্থ একটি আবাসিক হোটেলে যাচ্ছিলেন। পথিমধ্যে মাইকপট্টি আসলে একদল অজ্ঞাত দুর্বৃত্ত তাদের গতিরোধ করে এলোপাতাড়ি ছুরিকাঘাতে জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
সার্জারি বিভাগের ডাক্তার জানান আহতদের মধ্যে মো খাইরুল ইসলাম অবস্থা আশঙ্কাজনক। বাকিরা আশঙ্কামুক্ত।