ময়মনসিংহ নগরীর ১নং ফাঁড়ির অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ৫ জন
মফিদুল ইসলাম লাভলু ময়মনসিংহ প্রতিনিধিঃ
১১ এপ্রিল, ২০২২, 10:48 PM
মফিদুল ইসলাম লাভলু ময়মনসিংহ প্রতিনিধিঃ
১১ এপ্রিল, ২০২২, 10:48 PM
ময়মনসিংহ নগরীর ১নং ফাঁড়ির অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ৫ জন
ময়মনসিংহ নগরীর ১নং ফাঁড়ি পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ও মাদক ব্যবসায়ীসহ ৫ অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে ১ নং ফাঁড়ী পুলিশ।
১নং ফাঁড়ির ইনচার্জ এস আই আনোয়ার হোসেন জানান, কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দের নির্দেশে ময়মনসিংহ নগরীর ১নং ফাড়ি এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, ঈদের পূর্ব মুহূর্তে চুরি, ছিনতাই রোধ ও অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এ ছাড়া ঈদের আগে নগরীর গাঙ্গনার পাড়, স্টেশন রোড, স্বদেশী বাজার, ছোট বাজার, ট্রাংকপট্টি রোড, মেছুয়া বাজার, মালগুদাম রোডসহ আশপাশ এলাকায় পুলিশী টহল জোরদার করা হয়েছে। সোমবার ফাড়ির ইনচার্জ এস আই আনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে আকুয়া মোটর গ্যারেজ এলাকার মোখলেছ ওরফে গুড্ডু ওরফে অভি ও নাটকঘর লেনের আব্দুর রহিম স্বপনকে আদালতের নির্দেশিত পরোয়ানানুলে গ্রেফতার করে। অপর অভিযানে বাঘমারা মেডিকেল গেইট এলাকা থেকে তিন মাদক ব্যবসায়ীকে ৭০ পিচ ইয়ারাসহ গ্রেফতার করে এস আই আনোয়ার হোসেন। গ্রেফতারকৃতরা হলো, বড় কালিবাড়ির রাকিব মিয়া, কালিবাড়ি বেরীবাধ এলাকার বাবু ও পাটগুদাম মদের ডিপোর নুর মোহাম্মদ। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে এস আই আনোয়ার হোসেন জানান। তিনি আরোও জানান, এর আগে রবিবার রাতে অভিযান চালিয়ে মালগুদাম এলাকা থেকে পৃথক দুটি মামলায় পরোয়ানাবুক্ত মালগুদামের জোসনাকে গ্রেফতার করা হয়েছে।