ঢাকা ২৩ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
বসুন্ধরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জন বড়দিনের আনন্দে সম্প্রীতির জয়গান বড়দিনের আনন্দে সম্প্রীতির জয়গান সিএফমোটো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ ৩০০ সিসি’র স্পোর্টস বাইক সিএফমোটো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ ৩০০ সিসি’র স্পোর্টস বাইক সিএফমোটো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ ৩০০ সিসি’র স্পোর্টস বাইক ভাইব্রেন্ট এখন উত্তরায় ফ্রেইট ফরওয়ার্ডিং খাতে চ্যালেঞ্জ ও সমাধান – বাফা প্রেসিডেন্ট প্রথম আলো ও ডেইলি স্টারের মালিক প্রতিষ্ঠান ট্রান্সকম গ্রুপের ৩০ হাজার কোটি টাকা একার দখলে নিয়েছেন সিমিন রহমান বিসিকে বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

মেদিনীপুর শরিফ উরুসপাক উদযাপিত হল কোভিড বিধিনিষেধ মেনে

#

১৮ ফেব্রুয়ারি, ২০২২,  1:53 PM

news image

প্রতি বছর ন্যায় এবছর পশ্চিম বাংলার পবিত্র মেদিনীপুর শরিফের উরুসপাক উদযাপিত হয়ে গেল। ভারত ছাড়াও বাংলাদেশের বিভিন্ন যায়গায় থেকে আগত মানুষ পবিত্র উরুসপাক এ যোগদান করেন। এবছর করোনা কোভিড বিধিনিষেধ আরোপ মেনে উরুসপাক উদযাপিত করা হয়। মুসলিম ধর্মপ্রাণ মুসলমানদের প্রিয় ওলী সৈয়দ শাহ সুফি মেহের আলী আল কাদরী আল বাগদাদী ও আল হোসেন ও হোসাইনী এবং প্রায়ত আল্লাহর ওলী হজরত সৈয়েদেনা পীর সৈয়দ শাহ সুফি মাওলানা আল্লামা মুর্শিদ আলী আল কাদরী আল বাগদাদী আল হাসান ও আল হোসেনী সাহেব এর পবিত্র মাজার মোবারক জেয়ারত করতে আসেন লক্ষ লক্ষ মানুষ। চলে মিলাদ ও মহফিল। বিভিন্ন যায়গায় থেকে কাফেলা বের করে পবিত্র মাজার পাকে নিয়ে যাওয়া হয়। পতি বছরের ন্যায় এই বছর পবিত্র মেদিনীপুর শরিফে বিশাল কাফেলা নিয়ে হাজার হাজার মুরিদ নিয়ে হাজির হন কলকাতা খিদিরপুর খানকা শরিফের গদ্দিনশীন পীর হজরত মাওলানা সৈয়দ শাহ সুফি আল্লামা সাইফুদ্দিন আল কাদরী ও কলকাতা খিদিরপুর খানকা শরিফের ছোট হুজুর সৈয়দ শাহ সালাউদ্দিন আল কাদরী এবং গোলাম এরশাদ আল কাদরী। এবং খিদিরপুর খানকা শরিফের সেজ পীরজাদা এবং ছোট পীরজাদারা উপস্হিত হন এবং তারা পবিত্র মেদিনীপুর শরিফের মাজার শরীফ জেয়ারত করেন এবং বিশ্বের সকল মানুষের জন্য দোয়া করেন। প্রতি বছর ন্যায় এই বছর মেদিনীপুর শরিফের গদ্দিনশীন পীর সৈয়দ শাহ সুফি আল্লামা হজরত মানাল শাহ আল কাদরী আল হাসান ও আল হোসেনী আল বাগদাদী এবং হজরত মাওলানা সৈয়দ শাহ সুফি আল্লামা শাহ জালাল শাহ আল বাগদাদী আল হাসান ও হোসেনী সাহেব বিশ্বের সকল মানুষের জন্য দোয়া করেন এবং মেদিনীপুর শরিফের আগত মুরিদদের সাথে সাক্ষাৎ করেন। শান্তি তে পবিত্র মেদিনীপুর শরিফের মাজার পাক জেয়ারত ও দোয়া মহফিল এ হাজির হওয়ার জন্য সকলেই ধন্যবাদ জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি