মুন্ডুমালায় পৌরমেয়র উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত
১৬ আগস্ট, ২০২২, 5:55 PM
১৬ আগস্ট, ২০২২, 5:55 PM
মুন্ডুমালায় পৌরমেয়র উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত
রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভায় কর্তৃপক্ষের উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। ১৫ আগস্ট সোমবার সকালে পৌর ভবনের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান।
এরপর শ্রদ্ধা নিবেদন করেন, মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাসুদসহ পুলিশ কর্মকর্তারা।
পরে পৌর কর্মকর্তা-কর্মচারীর পক্ষে শ্রদ্ধা জানান, পৌর নির্বাহী কর্মকর্তা আবুল হোসেন , প্রকৌশলী নাজমুল হাসান প্রমূখ।
শ্রদ্ধা নিবেদন শেষে পৌর কনফারেন্স রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় পৌর মেয়র সাইদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচাজর্, পৌরসভার সকল কাউন্সিলর কর্মকর্তা-কর্মচারী প্রমূখ।
শেষে দোয়া পরিচালনা করেন মুন্ডুমালা ক্বওয়ামী মাদরাসার প্রধান মাওলানা রুহুল আমিন। এতে ১৫ আগস্টে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিজুর রহমানসহ তার পরিবারের সদস্যদের প্রতি বিশেষ দোয়া করা হয়।