মুক্তিযোদ্ধা ডা. আব্দুন নূর ফাউন্ডেশনের ইদ উপহার প্রদান
আনোয়ার সুমন, কোম্পানীগঞ্জ, সিলেট প্রতিনিধিঃ
০৮ জুলাই, ২০২২, 10:55 PM
আনোয়ার সুমন, কোম্পানীগঞ্জ, সিলেট প্রতিনিধিঃ
০৮ জুলাই, ২০২২, 10:55 PM
মুক্তিযোদ্ধা ডা. আব্দুন নূর ফাউন্ডেশনের ইদ উপহার প্রদান
মহান একাত্তরের রণাঙ্গনের অকুতোভয় সৈনিক বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুন নূরের নামানুসারে প্রতিষ্ঠিত "বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুন নূর ফাউন্ডেশন"র পক্ষ থেকে বন্যা আক্রান্ত পরিবারদের মাঝে নগদ অর্থ হিসেবে ইদ উপহার প্রদান করা হয়। বৃহস্পতিবার ও শুক্রবার বিকালে ইসলামপুরস্থ ডা. আব্দুন নূরের বাসায় এই ঈদ উপহার প্রদান করা হয়। বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুন নূর প্রত্যেকের হাতে ইদ উপহারস্বরুপ নগদ অর্থ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি শের তারিকুল ইসলাম, আব্দুল খালেক,মাওলানা আমির হোসেন,লাল মিয়া, মুছব্বির মিয়া, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তুহিন বক্স,রুহুল আমিন,রায়হানুল ইসলাম ইমন,সজিব,জিহাদ প্রমুখ।
ঈদ উপহার প্রদান শেষে বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুন নূর বলেন, ভয়াবহ বন্যা সিলেটের কোম্পানীগঞ্জকে তছনছ করে দিয়েছে। মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যপক। পালিত গবাদিপশু চুখের সামনে ভেসে যেতে দেখলেও কৃষকরা বানের পানির কাছে অসহায় ছিল। ভয়াবহ বন্যার পরপরই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ইদ উল আজহার আগমন ঘটেছে। বন্যার ভয়াবহতা কাটিয়ে উঠার জন্যে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। কিছু অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত বানভাসির মাঝে সামান্যকিছু অর্থ উপহার দিতে পেরে আমি আনন্দিত।