মানবিক বি এস এফ ৪ বাংলাদেশের নাবালক কে ফিরিয়ে দিলেন
০৯ মে, ২০২২, 2:17 PM
০৯ মে, ২০২২, 2:17 PM
মানবিক বি এস এফ ৪ বাংলাদেশের নাবালক কে ফিরিয়ে দিলেন
গত ভারতের সীমান্ত অতিক্রম করে চার বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার নাবালক কাজের খোঁজে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার মেঘনা তে প্রবেশ করে। এই চার যুবকের মধ্যে তিন জনের বয়স ১৬,বৎসরের, নীচে এবং একজনের বয়স ২০,বৎসর। এরা কাজের খোঁজে ঘুরতে ঘুরতে অজান্তেই প্রবেশ করে ভারতের মধ্যে। ভারতের সীমান্ত অতিক্রম করার ফলে ধরা পড়ে যায় ভারতের ১৪১,নম্বর, ব্যাটেলিয়ন এর হাতে। তাদের জেরা করে জানতে পারা যায় যে তাদের বাড়ি বাংলাদেশের সীমান্ত জেলা মানিকগঞ্জে। এর পর ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর ১৪১,নম্বর, ব্যাটেলিয়নের কমান্ডার ইন চীফ শ্রী নগেন্দ্রনাথ সিঙ খবর দেন বাংলাদেশের সীমান্ত রক্ষীদের। ভারত ও বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা এই যুবকদের বিষয় খোঁজ নিয়ে দেখেন এদের বিরুদ্ধে কোন অপরাধ মুলক কাজকর্ম নেই বাংলাদেশের কাছে। তখন ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর ১৪১,নম্বর, ব্যাটেলিয়নের কমান্ডার ইন চীফ শ্রী নগেন্দ্রনাথ সিঙ চার যুবকে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যদের হাতে তুলে দেন।