মানবপাচার রুখতে সকল শ্রেণীর মানুষকে এগিয়ে আসার আবেদন করলেন বারুইপুর মহিলা থানার আই সি কাকলী ঘোষ কুন্ডু
৩১ জুলাই, ২০২২, 1:19 PM
৩১ জুলাই, ২০২২, 1:19 PM
মানবপাচার রুখতে সকল শ্রেণীর মানুষকে এগিয়ে আসার আবেদন করলেন বারুইপুর মহিলা থানার আই সি কাকলী ঘোষ কুন্ডু
বিশ্ব মানব পাচার রুখতে সকল শ্রেণীর মানুষকে এগিয়ে আসতে হবে প্রশাসনের পাশাপাশি। আজ মানব প্রচার বিরোধী একটি কনভেনশনের আয়োজন করেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশের মহিলা থানার আই সি শ্রীমতী কাকলী ঘোষ কুন্ডু র আহবানে এই মানব প্রচার অভিযান বিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়। এখানে মানব প্রচার বিরোধী ব্যাক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার জন্য বলা হয়েছে। এবং মানব প্রচার কারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন বারুইপুর জেলা পুলিশ। আজকের বারুইপুর জেলা পুলিশের কনফারেন্স রুমে এই মানব প্রচার বিরোধী আলোচনায় অংশ নেন, বারুইপুর জেলা পুলিশের অতিরিক্ত জেলা পুলিশ সুপার মকসুদ হাসান ও সি আই ডি র এল পি পি দেবজন ব্যানার্জী এবং সি আই ডি র ডব্লিউটিএ অফিসার সৌম্যজিত রাহা এস পি এল পি পি সি আই ডি শক্তি বাহিনীর শ্রী ঋষি কান্ত, এবং ওয়ার্ল্ড ভিশান ইন্ডিয়া র সি ও সন্দ্বীপ ব্যানার্জী এবং অরিন্দম দাস। এই মানব প্রচার বিরোধী কনফারেন্স এ যোগ দেন বারুইপুর জেলা পুলিশের অধীনে প্রায় ৪০,জন, পুলিশ অফিসার ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন কোর্ট এর আইনজীবীরা।