মাক্স পরুন ও স্যানিটেশন করুন, সকলেই সুস্থ রাখতে সাহায্য করুন
১২ জানুয়ারি, ২০২২, 6:18 PM
১২ জানুয়ারি, ২০২২, 6:18 PM
মাক্স পরুন ও স্যানিটেশন করুন, সকলেই সুস্থ রাখতে সাহায্য করুন
কোভিড করোনা ভাইরাসের সংক্রমণের জেরে যখন সারা দেশে পাল্লা দিয়ে করোনা ভাইরাসের সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে, ঠিক সাধারণ মানুষের জন্য মাক্স ও স্যানিটেশন বিতরণ করতে এগিয়ে এসেছে মগরাহাট পশ্চিমের যুব তৃনমূল দলের নেতৃত্ব। আজ পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের সভাপতি জনাব ইমরান হাসান মোল্লা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তৃনমূল দলের অন্যতম নেত্রী এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য শ্রীমতী সঙ্গীতা হালদার ও মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের শ্রমিক আই এন টি টি ইউ সি র সভাপতি জনাব আক্তার হোসেন হালদার খোকন ও মগরাহাট পশ্চিমের জয়হিন্দ বাহিনীর প্রধান জনাব ইমতিয়াজ কবির কাজী টকির নেতৃত্বে মাক্স ও স্যানিটেশন বিতরণ করা হয় এদিন খুব সকাল থেকে। তারা এই করোনা বিধিনিষেধ মধ্যে দিয়ে প্রায় হাজার মানুষের মধ্যে মাক্স ও স্যানিটেশন বিতরণ করেন। তাদের এই পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পশ্চিম বাংলার তৃনমূল দলের সাধারণ সম্পাদক ও ডায়মন্ডহারবার এম পি শ্রী অভিষেক ব্যানার্জী র নির্দেশ অনুযায়ী। আজকের এই এলাকা জুড়ে মাক্স ও স্যানিটেশন বিতরণ মধ্যে দিয়ে সাধারণ মানুষের কাছে তুলে ধরেন মাক্স ও স্যানিটেশন। এবং এই কর্মসূচিতে প্রচুর মানুষ কে মাক্স ও স্যানিটেশন বিতরণ করেন।