মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচি পালন যুব তৃনমূল দলের নেতা ইমরান মোল্লার
১৬ মে, ২০২২, 11:38 AM
১৬ মে, ২০২২, 11:38 AM
মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচি পালন যুব তৃনমূল দলের নেতা ইমরান মোল্লার
পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ও পশ্চিম বাংলার তৃনমূল দলের সাধারণ সম্পাদক ও ডায়মন্ডহারবার লোকসভার সদস্য শ্রী অভিষেক ব্যানার্জী অনুপ্রেরণায় আম আদমি র কাছে পৌছে গিয়ে পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচি পালন। এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য এগিয়ে এসেছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের যুব তৃনমূল দলের সভাপতি জনাব ইমরান মোল্লা। এই ইমরান মোল্লা পশ্চিম বাংলার তৃনমূল দলের সাধারণ সম্পাদক ও জননেতা সওকাত মোল্লা র ঘনিষ্ঠ। গতকাল থেকে তিনি তার যুব তৃনমূল দলের পক্ষ থেকে মগরাহাট পশ্চিমে বিভিন্ন অঞ্চলে এই কর্মসূচির মাধ্যমে কাজ শুরু করে দিয়েছে। একই সঙ্গে উস্হি টাউন তৃনমূল দলের সভাপতি ও যুব তৃনমূল দলের সভাপতি ইমরান মোল্লা র কাছের লোক এবং মগরাহাট পশ্চিমের বিনায়কের ঘনিষ্ঠ জনাব সাগির হোসেন সরদার উস্হি অঞ্চলের ১০৮,নম্বার, বুথ থেকে পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচি পালন করেছেন। এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের নানা সমস্যার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী কর্মসূচি ঘোষণা করেন তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। এবং আগামী পঞ্চায়েত নির্বাচনে যাতে সাধারণ মানুষ আস্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রতি থাকে তার জন্য এই কর্মসূচির অংশ হিসেবে কাজ করছে। এদিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচি পালন করার যে কাজ চলছে তাতে যুব তৃনমূল দল কে সাহায্য করছেন মগরাহাট পশ্চিমের মাইনোরিটি সেল এর সভাপতি এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার লিগ্যাল সেল এর সদস্য এবং আলিপুর কোর্টে র আইনজীবী জনাব মিকাইল মোল্লা এবং উস্হি অঞ্চলের যুব তৃনমূল দলের অন্যতম সদস্য বরজান মোল্লা এবং জাকির হোসেন মোল্লা ও আমমান মোল্লা এবং মগরাহাট পশ্চিমের পঞ্চায়েত সমিতি র সদস্য আইমা বিবি এবং মগরাহাট পশ্চিমের মাইনোরিটি সেল এর সদস্য জনাব জুব্বার মোকামী।