মনে রাখবেন কলকাতার হাইকোর্টের বিচারপতিদের কেনা যায় না, বললেন বিচারপতি শ্রী রবি শেখর শরাফ
১২ মার্চ, ২০২২, 12:08 PM
১২ মার্চ, ২০২২, 12:08 PM
মনে রাখবেন কলকাতার হাইকোর্টের বিচারপতিদের কেনা যায় না, বললেন বিচারপতি শ্রী রবি শেখর শরাফ
আজ কলকাতা হাইকোর্টে একটি রিট আবেদন নিয়ে কোম্পানি বিষয়ক আইনজীবী শ্রী হরিশ সালভের পক্ষ থেকে এক আইনজীবী কলকাতা হাইকোর্টের বিচারপতি শ্রী রবি শেখর শরাফের একলাসে এসে তাকে প্রভাব খাটানোর চেষ্টা করে। সাথে সাথে কলকাতা হাইকোর্টের বিচারপতি শ্রী রবি শেখর শরাফ জানিয়ে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতিদের কেনা ও বিক্রি করার যায়গা নয় কোর্ট। মনে রাখবেন কলকাতা হাইকোর্টের বিচারপতিদের কেনা যায় না। আমি সম্বিত যে ঐ আইনজীবী র সাহস হয় কি করে একজন বিচারপতির উপর প্রভাব বিস্তার করতে আসার। বিচারপতি শ্রী রবি শেখর শরাফ ঐ আইনজীবী র কেস থেকে সরে দাঁড়ান। এবং ঐ কেসের আইনজীবী শ্রী হরিশ সালভে ঐ কেস নিজে থেকে ছেড়ে দেন এবং তিনি বিচারপতি শ্রী রবি শেখর শরাফের একলাসে গিয়ে ক্ষমা চেয়ে নেন। এই ঘটনার পর দুই জন ঐ কেস থেকে সরে দাঁড়ান। এর আগে সরকার পক্ষের তরফ থেকে বহুবার কলকাতা হাইকোর্টের বিচারপতিদের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করা হয়েছে। কিন্তু প্রতিবার তা বিফলে গিয়েছে। বহু ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন বিচারপতিদের কাছে সরকার পক্ষ ও সরকারের বিরুদ্ধে রায় দেন এমন বিচারপতিদের খুজতে থাকে মক্কেলরা। কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতিদের কেনা যাবে না তার নজির স্থাপন করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা।