মধ্যনগর উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন
নিজস্ব প্রতিবেদক
২৯ আগস্ট, ২০২২, 4:47 PM
নিজস্ব প্রতিবেদক
২৯ আগস্ট, ২০২২, 4:47 PM
মধ্যনগর উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন
অমৃত জ্যোতি ধর্মপাশা(সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরে উন্নয়ন মূলক বিভিন্ন কার্যক্রম,সরকারী অফিস প্রয়োজন, পরিদর্শন সহ হাওর পাড়ে বৃক্ষরোপন করেন জেলা প্রশাসক মোঃজাহাঙ্গীর হোসেন।২৯শে আগষ্ঠ সোমবার দিবস ব্যাপী মধ্যনগর থানা,মধ্যনগর ইউনিয়ন,চামরদানী ইউনিয়ন,মধ্যনগর ভূমি অফিস ও মধ্যনগর উপজেলার অস্থায়ী কার্যালয় পরিদর্শন করেন।এসময় নবাগত মধ্যনগর উপজেলা কমপ্লেক্স কর্যালয়ের বিভিন্ন দপ্তর,জনগুরুত্বপূর্ণ ও স্বাস্থ্য সহ সকল ভবণ নির্মাণ কর্যক্রম দ্রুততার সহিত পদক্ষেপ নেয়া,প্রয়োজনীয় সকল কার্যালয়ের স্থান নির্ধারণ,পর্যাপ্ত লোকবল নিয়োগ হচ্ছে এবং আরো দ্রুত হবে বলে জানান তিনি।মধ্যনগর নৌ-যান মালিক সমিতির সভাপতির সাথে হাওরের পরিবেশ রক্ষায় প্রতিটি ট্রুরিষ্ট নৌযানে ডাস্টবিন রাখার জন্য সচেতনার বার্তা ও উপজেলার পক্ষ থেকে নৌযানীদের মাঝে ডাস্টবিন বিতরণ করেন।এবং দিবসের শেষার্ধে মধ্যনগর উপজেলার বোয়ালী হাওরের পাড়ে বনও পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশীয় প্রজাতির হিজল ও করচ গাছের চারা রোপন করা হয়।জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন এঁর ফরসঙ্গী হিসেবে সার্বক্ষণ উপস্থিত ছিলেন দুজন সহকারী কমিশনার ও এ্যাকজুকেটিভ ম্যাজিস্টেট ইফতিসাম প্রীতি ও, মোহন মিনজি,মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান,উপসহকারী প্রকৌশলী কর্মকর্তা পিন্টু দাস,অফিসার ইনচার্জ জাহিদুল হক,মধ্যনগর সদর চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদার টিটু,চেয়ারম্যান আলমগীর খসরু,রাসেল আহম্মেদ ও মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার সহ আরো অনেকেই।
এসময় মধ্যনগর উপজেলার কার্যক্রম স্থায়ী হতে কতদিন সময় লাগতে পারে জানতে চাইলে প্রতিনিধিকে জানান-মধ্যনগর উপজেলাটি একেবারেই নতুন,উপজেলা স্থায়ী কার্যালয়গুলো দু/তিন বছরের ভিতরেই সম্পন্ন হবে বলে আশা করছি,এছাড়াও ক্রমন্বয়ে জনগুরুত্বপূর্ণ লোকবল নিয়োগ চলছে।