মধ্যনগরে দাম কমাও,জান বাঁচাও, ব্যাবস্থা বদলাও দাবীতে কমিউনিস্ট পার্টির সমাবেশ
অমৃত জ্যোতি রায় সামন্ত, মধ্যনগর প্রতিনিধি(সুনামগঞ্জ):
০১ সেপ্টেম্বর, ২০২২, 3:41 PM
অমৃত জ্যোতি রায় সামন্ত, মধ্যনগর প্রতিনিধি(সুনামগঞ্জ):
০১ সেপ্টেম্বর, ২০২২, 3:41 PM
মধ্যনগরে দাম কমাও,জান বাঁচাও, ব্যাবস্থা বদলাও দাবীতে কমিউনিস্ট পার্টির সমাবেশ
দাম কমাও,জান বাঁচাও, ব্যাবস্থা বদলাও প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১লা সেপ্টেম্বর দুপুরে মধ্যনগর শহীদমিনার চত্বরে সুনামগঞ্জ জেলা ও মধ্যনগর উপজেলা কমিউনিস্টপার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় ক্ষেতমজুর সমিতির পক্ষে আলোচকগন বিভিন্ন দাবী তুলে ধরে বলেন দ্রুত পুনর্বাসন,খাসজমি,অবিলম্বে পল্লী রেশনিং,৪০দিনের কর্মসূচী চালু,হাওরে ইজারাপ্রথা বাতিল,বন্যার্থ এলাকায় সকল প্রকার ঋণের কিস্তি আদায় সহ সুদ মওকুফ,হাওরাঞ্চলে মানসম্মত শিক্ষা, চিকিৎসা নিশ্চিত,গ্রামীন বরাদ্দ লুটপাট,পুনর্বাসনের নামে অনিয়ম দুর্নীতি বন্ধ করতে হবে।
সমাবেশে জয়কৃষ্ণ সরকার কলি'র সভাপতিত্বে ও আঃব্দুল আওয়ালের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সভাপতি সুনামগঞ্জ জেলার সাবেক সভাপতি চিত্তরঞ্জন তালুকদার সহ স্থানীয় কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির মধ্যনগর শাকার নেতৃবৃন্দ।