মধ্যনগরে কেজির উর্ধ্বে গাঁজা নিয়ে গ্রেফতার-১
অমৃত জ্যোতি রায় সামন্ত, মধ্যনগর প্রতিনিধি(সুনামগঞ্জ):
০১ সেপ্টেম্বর, ২০২২, 5:41 PM
অমৃত জ্যোতি রায় সামন্ত, মধ্যনগর প্রতিনিধি(সুনামগঞ্জ):
০১ সেপ্টেম্বর, ২০২২, 5:41 PM
মধ্যনগরে কেজির উর্ধ্বে গাঁজা নিয়ে গ্রেফতার-১
সুনামগঞ্জের মধ্যনগরে ১কেজি ২শত গ্রাম গাঁজা সহ একব্যাক্তিকে গ্রেফতারতারে সক্ষম হয়েছে মধ্যনগর থানা পুলিশ।১লা সেপ্টেম্বর দুপুরে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক'র নির্দেশনায় ফজলু মিয়ার বাড়ির সামনের কাচা রাস্তা থেকে এসআই মশিউর রহমান ও এবাদুর রহমানের সঙ্গীয় ফোর্স সহ মধ্যনগর থানাধীন বংশীকুন্ডা(উ) ইউপির বাকাতলা(কান্দাপাড়া)গ্রামের মৃত দুলা মিয়ার পুত্র মোঃকাদির মিয়া(৪৫)কে ১কেজি ২০০গ্রাম গাঁজা সহ আটক করা হয়।তথ্যটি প্রতিনিধিকে নিশ্চিত করেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক নাজমূল।বলেন মামলা রুজু হচ্ছে এবং মাদক বিরুধী অভিযান অব্যাহত থাকবে তাই নিজ দায়িত্বে মাদক থেকে সড়ে দাঁড়ান না হয় পার পাবেন না।