মধ্যনগরে"শোক থেকে শক্তি"শীর্ষক আলোচনায় সম্মিলিত সাংস্কৃতিক জোট!
অমৃত জ্যোতি রায় সামন্ত, মধ্যনগর প্রতিনিধি(সুনামগঞ্জ):
৩১ আগস্ট, ২০২২, 10:45 PM
অমৃত জ্যোতি রায় সামন্ত, মধ্যনগর প্রতিনিধি(সুনামগঞ্জ):
৩১ আগস্ট, ২০২২, 10:45 PM
মধ্যনগরে"শোক থেকে শক্তি"শীর্ষক আলোচনায় সম্মিলিত সাংস্কৃতিক জোট!
সুনামগঞ্জের মধ্যনগরে"শোক থেকে শক্তি"শীর্ষক আলোচনায় সম্মিলিত সাংস্কৃতিক জোট মধ্যনগর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।৩১ আগষ্ট বুধবার দুপুরে মধ্যনগর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল আহম্মেদ এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক দশরথ অধিকারী'র সঞ্চালনা করেন।
১৫আগষ্টের জাতীয শোকদিবস ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর স্মরণে
শোক আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান অতিথির আসনে সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রনজিত সরকার,প্রভাকর তালুকদার সরকার,সহসভাপতি সজল কান্তি সরকার,প্রবীর বিজয় তালুকদার দেবল,সাধারণ পরিতোষ সরকার,যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর খসরু,সদস্য ও সদর চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদার টিটু,সাজেদা আহমেদ প্রমুখ।
বক্তাগনের বক্তব্যে উঠে আসে সারাদেশে আওয়ামীলীগের উন্নয়ন চিত্র এবং আসন্ন সংসদ নির্বাচনে দলবদ্ধ হয়ে পুনরায় বাংলাদেশের স্বার্থে আওয়ামীলীগ সরকারের ২০৪১ ভিশনের সফলতা করন মূলক আলোচনা ও কারো সাথে বিদ্বেষ প্রকাশ করা যাবেনা।পরিশেষে সভাপতির বক্তব্যে শোক সমাবেশ আলোচনা সভার সমাপ্তি ঘটে।#