মক্কা আওয়ামী কমিউনিটির ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা এম এ করিম
১৭ মে, ২০২২, 11:25 AM
১৭ মে, ২০২২, 11:25 AM
মক্কা আওয়ামী কমিউনিটির ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা এম এ করিম
সৌদি আরবের পবিত্র মক্কা মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে গত১৩ মে শুক্রবার দিবাগত রাতে আওয়ামী কমিউনিটির উদ্যোগে ঈদ পূনর্মিলনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওমরা হজ পালনে অবস্হান রত আওয়ামী লীগ নেতা এম এ করিম।
মক্কা আওয়ামী কমিউনিটির সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে মক্কা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, বঙবন্ধু পরিষদ সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা যোগদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ নেতা এম এ করিম প্রধানমন্ত্রী বঙবন্ধু কন্যা শেখ হাসিনার সফল নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি বিশ্বে বাংলাদেশকে আজ উন্নয়নের মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। আমরা তাঁর জন্য গর্বভোত করি। মক্কা আওয়ামী কমিউনিটির অন্যতম নেতা, সৌদি আরব কৃষক লীগের সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম কুতুবী, কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য এম আজগর আলী সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।