ঢাকা ২৩ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
বসুন্ধরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জন বড়দিনের আনন্দে সম্প্রীতির জয়গান বড়দিনের আনন্দে সম্প্রীতির জয়গান সিএফমোটো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ ৩০০ সিসি’র স্পোর্টস বাইক সিএফমোটো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ ৩০০ সিসি’র স্পোর্টস বাইক সিএফমোটো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ ৩০০ সিসি’র স্পোর্টস বাইক ভাইব্রেন্ট এখন উত্তরায় ফ্রেইট ফরওয়ার্ডিং খাতে চ্যালেঞ্জ ও সমাধান – বাফা প্রেসিডেন্ট প্রথম আলো ও ডেইলি স্টারের মালিক প্রতিষ্ঠান ট্রান্সকম গ্রুপের ৩০ হাজার কোটি টাকা একার দখলে নিয়েছেন সিমিন রহমান বিসিকে বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

ভোগান্তির শেষ নেই হুরুয়ারকান্দা-মুসলিমপুর গ্রামের মানুষের ৪কি.মি মাটির রাস্তা জুড়ে

#

১৪ নভেম্বর, ২০২১,  3:52 PM

news image

সুনামগঞ্জ সদর  উপজেলার সুরমা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মুসলিমপুর দক্ষিণপাড়া বাচ্চু মিয়ার বাড়ি থেকে বালাকান্দা বাজার হয়ে হুরুয়ারকান্দার দক্ষিণ পাড়া রমজান মিয়ার বাড়ি পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তাটি সম্পূর্ণ কাঁচা। রয়েছে ছোট-বড় অনেক খানাখন্দ। তাছাড়া প্রতি বছর বর্ষায় কর্দমাক্ত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এ রাস্তাটি বেহাল দশার কারণে আশেপাশের ৫ থেকে ৬টি গ্রামের কয়েক হাজার সাধারণ মানুষের ভোগান্তি চরমে। এই এলাকার মানুষ এরকম অভিশাপ থেকে মুক্তি পেতে রাস্তাটি পাকা করার জোর দাবি জানিয়ে বিভিন্ন সময় চেয়ারম্যান মেম্বারগনের কাছে আবেদন করেন।


সরেজমিন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সুরমা ইউনিয়নের মুসলিমপুর দক্ষিণপাড়া বাচ্চু মিয়ার বাড়ি হইতে  হুরুয়ারকান্দা পর্যন্ত প্রায় ৪কিলোমিটার রাস্তা আজ পর্যন্ত পাকা হয়নি। আশেপাশের কয়েক গ্রামের হাজার হাজার মানুষ প্রতিনিয়ত ভোগান্তির স্বীকার হচ্ছে। হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে পড়লে কিংবা জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স অথবা অন্য কোন পরিবহন এই খানাখন্দ ও কর্দমাক্ত রাস্তার কারণে চলাচল  করতে পারেনা। যে কারণে এই এলাকার সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিতে খুবই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।


কৃষি প্রধান এলাকা হওয়ার কারণে বেশিরভাগ কৃষক তাদের উৎপাদিত পণ্য নিকটস্থ বাজারে নিতে পারছে না এই বেহাল সড়ক এর কারণে। অনেক সময় পণ্য স্থানান্তরের ক্ষেত্রে এই রাস্তায় তাদের দুর্ঘটনার কবলে পড়তে হয় অনেক সময় পরিবহন উল্টে যায়। এই রাস্তাটি দ্রুত পাকা হলে উপজেলার অন্যতম হাট সুনামগঞ্জের বাজারের সাথে সুন্দর একটি যোগাযোগের মাধ্যম হবে। যাতে করে এলাকার কৃষক সহজেই তাদের উৎপাদিত পণ্য সুনামগঞ্জ সহ সকল বাজারে বিক্রি করতে পারবে। তাতে করে সাধারন মানুষের অর্থনীতির চাকা ঘুরবে। এই এলাকার সাথে উপজেলা শহর সহ অন্যান্য এলাকার সাথে বাণিজ্যিক সম্পর্কটা আরো গভীর হবে। অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে। রাস্তাটি কাচা থেকে পাকা করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে বারবার আলোচনা করেও কোনো লাভ হয়নি। তারা শুধু বারবার আশ্বাস দিয়েছেন কিন্তু বাস্তবায়ন করে দেননি।


এই রাস্তার কাজ শুরু করার ব্যাপারে স্থানীয় প্রশাসন কিংবা উপজেলা প্রশাসন কোন উদ্যোগই নেয়নি। দীর্ঘদিন যাবৎ রাস্তার এই অবস্থা নিয়েই অনেক কষ্টে চলাচল করছেন এলাকার জনগণ। তাদের রাস্তা পাকা করা এই সময়ের ন্যায্য দাবি বলে মনে করেন তারা।


স্থানীয় ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেম্বার আলাউর রহমান জানান, আমি নিজে উপজেলা প্রশাসনের নিকট এই রাস্তার সংস্কারের জন্য কয়েকবার দরখাস্ত জমা দিয়েছিলাম।  আমরা যারা আওয়ামী লীগের রাজনীতি করি তারা কেউই এলাকার সাধারণ মানুষদেরকে এই রাস্তা বিষয়ে কোন সদোত্তর দিতে পারছিনা। প্রতিদিনই আওয়ামী লীগের নেতা কর্মীরা জনসাধারণের কটুক্তির স্বীকার হচ্ছে। প্রায় প্রতিদিনই এলাকার যুব সমাজের কেউ না কেউ এই রাস্তা নিয়ে ফেসবুকে ট্রল করছে। এ যেন বাতির নিচেই অন্ধকার। রাস্তাটি দ্রুত পাকা চাই।


হুরুয়ারকান্দা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সফিকুল হক জানান, নির্বাচনের আগে সকলেই এ রাস্তা করে দেওয়ার আশ্বাস দেয় নির্বাচন শেষ হয়ে গেলে কাউকে খুঁজে পাওয়া যায় না। আমাদের এলাকার রাস্তা দেখে মনে হয় এটা সুনামগঞ্জ জেলায় না এটা পাহাড়ি কোন জেলার রাস্তা।


সুনামগঞ্জ সদর  উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার বলেন, এ রাস্তা সম্পর্কে আপনাদের মাধ্যমে জানতে পারলাম। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে দ্রুত এই কাঁচা রাস্তা পাকা করার ব্যবস্থা গ্রহণ করা হবে।


logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি