ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা
০৮ ডিসেম্বর, ২০২১, 8:36 PM
০৮ ডিসেম্বর, ২০২১, 8:36 PM
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় হয়েছে। বুধবার সকালে শহরের হাছননগর এলাকায় ইপিআই ভবনে এই মতবিনিময় হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা: মো: শামস উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের শিক্ষা ও স্বাস্থ্য কর্মকর্তা মো. ওমর ফারুক। মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পংকজ দে, সহ-সভাপতি আকরাম উদ্দিন, মোহনা টিভির প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, দৈনিক হাওর অঞ্চলের কথা’র সম্পাদক মাহতাব উদ্দিন তালুকদার, দৈনিক ইনকিলাব এর প্রতিনিধি কামরুল হাসান চৌধুরী, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি ঝুনু চৌধুরী প্রমুৃখ। এ সময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন অফিসের সিনিয়র মেডিকেল টেকনোলজিষ্ট মো. রোকন উদ্দীন মোল্লা। সভা পরিচালনা করেন সিসিটি মো. ফজলুল করীম।
সিভিল সার্জন মো. শামস উদ্দিন বলেন, এবার জেলার ৬-১১ মাস বয়সী ৪৪৩৮৪ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস নীল রঙের টিকা দেয়া হবে। ১২-৫৯ মাস বয়সী ৩৫১৫৩৯ শিশুকে দেয়া হবে লাল রঙের টিকা। জেলার ১১ উপজেলায় ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলবে। ক্যাম্পেইন মনিটরিংয়ের জন্য সিভিল সার্জন অফিসে সার্বক্ষণিক একটি কন্ট্রোল রুম চালু থাকবে। ক্যাম্পেইন সফল করতে সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।